
কলকাতা: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন আরসিবি (RCB) ১৮তম আইপিএলের চ্যাম্পিয়ন হল, সেই সময় একগুচ্ছ মুখের দিকে বার বার ক্যামেরা তাক করছিল। তাঁদের মধ্যে অন্যতম ব্যক্তি প্রোটিয়া সুপারস্টার এবিডি। বিরাট কোহলির (Virat Kohli) অত্যন্ত কাছের বন্ধু তিনি। আরসিবিই বিরাট ও এবি ডি ভিলিয়ার্সকে ঘনিষ্ঠ করেছে। যার ফলে আরসিবি যে মুহূর্তে আইপিএল চ্যাম্পিয়ন হল, কোহলির মনে দোলা দিল এবিডির কথা। শুধু তাই নয়, বেঙ্গালুরুর হয়ে এ বারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ জিতে ক্রিস গেইলের কথাও মনে পড়েছে বিরাটের। দুই প্রাক্তন সতীর্থকে নিয়ে কী বলেছেন কোহলি?
বছর চারেক আগে অবসর নিয়েছেন এবিডি। অবশ্য মঙ্গলবার আরসিবি ট্রফি জেতার পর বিরাটের মুখে শোনা গেল এবিডি বন্দনা। বন্ধু কোহলির দাবি, আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে এবিডির অবদানও কিছু কম নয়। ম্যাচের শেষে কোহলি বলেন, ‘এবিডি আমাদের দলের জন্য যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। ম্যাচের আগেই ওকে বলেছিলাম যে, এই জয় যতটা আমাদের, ঠিক ততটা তোমারও। আর আজ রাতে তুমি আমাদের সঙ্গে সেলিব্রেট করবে।’ একইসঙ্গে বিরাট এও বলেন যে, ‘যদি অতীতে ফিরে যাওয়া হয়, দেখা যাবে যে বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ জিতেছিল এবিডি। ফলে ট্রফি জয়ের পোডিয়ামে ওরও থাকা উচিত।’
মাথায় লাল পাগড়ি বেঁধে ফাইনাল দেখেছেন ক্রিস গেইল। আরসিবি চ্যাম্পিয়ন হতেই তাঁর মুখে চওড়া হাসি। বিরাটকে তিনি জানান, দীর্ঘ ১৮টা বছর পর আরসিবির এই ট্রফি জয় তাঁকে বিরাট খুশি করেছে। পাশাপাশি ইউনিভার্স বস এও জানান যে, কোহলির জন্য তিনি বিরাট খুশিও। এরপর কোহলি জানান, এবিডি ও গেইলকে তাঁর এই ট্রফি জয়ের দাবিদার বলার অন্যতম কারণ রয়েছে। বিরাটের কথায়, ‘আমি আরসিবিতে সেরা সময়টা বলতে পারি প্রাইম টাইমটা ওদের সঙ্গে কাটিয়েছি। আর আমি জানি এই ট্রফি জেতার জন্য আমরা ঠিক কতটা চেষ্টা করেছিলাম। ফলে এই ট্রফিতে সমান ভাগ রয়েছে ওদেরও।’