এমার্জিং এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হল। এমার্জিং এশিয়া কাপে ভারত এ দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। স্কোয়াডে রয়েছেন বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মাও। কলকাতা নাইট রাইডার্সের তরুণ পেসার বৈভব অরোরাও রয়েছেন ভারত এ দলে। টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৮ অক্টোবর। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এ বারের এমার্জিং এশিয়া কাপ। ভারত অভিযান শুরু করবে প্রতিযোগিতার দ্বিতীয় দিন। প্রথম প্রতিপক্ষ পাকিস্তান এ দল।
টুর্নামেন্টের গত সংস্করণে ফাইনালে উঠেছিল ভারতীয় দল। লিগ পর্বে পাকিস্তানকে হারালেও ফাইনালে হেরেছিল ভারত। এ বারও শুরুতেই সেই পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় এ বার ভারতীয় দল অ্যাডভান্টেজে রয়েছে। কারণ, টিমের প্রায় প্রত্যেকেরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। যেমন লখনউ সুপার জায়ান্টসে খেলা আয়ুষ বাদোনি, কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং ও বৈভব অরোরা, পঞ্জাব কিংসের প্রভসিমরন।
স্কোয়াডে রয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা নিশান্ত সিন্ধুও। বিশেষ নজর থাকবে আকিব খানের দিকে। ঘরোয়া ক্রিকেট জোর আলোচনায় এই পেসার। দলীপ ট্রফিতেও খেলেছেন। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, ওমান এবং আরব আমির শাহি। এই প্রথম এমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে।
ভারত এ স্কোয়াড- তিলক ভার্মা (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত, প্রভসিমরন সিং, নেহাল ওয়াদেরা, অংশুল কম্বোজ, হৃত্বিক শোকিন, আকিব খান, বৈভব অরোরা, রশিক সালাম দার, সাই কিশোর, রাহুল চাহার।