
এশিয়া কাপ শেষ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারত। অন্য দিকে, ভারতের এ দল জোড়া সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। কয়েক দিন পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও সমসংখ্যক টি-টোয়েন্টি রয়েছে। সাদা বলে দুই সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্টের পর ওয়ান ডে ক্রিকেটেও ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। তাঁর ডেপুটি শ্রেয়স আইয়ার।
কয়েক মাস আগেই রোহিত শর্মার নেতৃত্বে ওয়ান ডে ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। মনে করা হয়েছিল, তাঁকেই আগামী ওয়ান ডে বিশ্বকাপ অবধি ক্যাপ্টেন রাখা হবে। পরিস্থিতি ক্রমশ বদলাতে থাকে। অস্ট্রেলিয়া সফর থেকেই রোহিত-বিরাটের যেন শেষের শুরু। আর এই নিয়েই গৌতম গম্ভীরের পুরনো একটি ভিডিয়ো শেয়ার করা হচ্ছে। বলা হয়েছে, দু-মুখো! এর কারণ সেই ভিডিয়ো।
রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা জুটিতে ভারতীয় ক্রিকেট দুর্দান্ত জায়গায় ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। এই দুই টুর্নামেন্টে অল্পের জন্য রানার্স। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। বিশ্বকাপের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তিও শেষ হয়। তেমনই আন্তর্জাতিক ক্রিকেটে এই ফর্ম্যাটকে বিদায় জানান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন, এমনটাই জানান তাঁরা। গম্ভীর আসার পর চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছে ভারত।
অস্ট্রেলিয়ায় গত সফরে টেস্ট সিরিজের আগে থেকেই বিরাট-রোহিতকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সিরিজ হারের পর দেশে ফিরে রঞ্জি ট্রফিতেও খেলেন। যদিও ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে ‘অবসর’ নেন রোহিত ও বিরাট। সেটা যে পরোক্ষভাবে বাধ্য করা হয়েছিল, এমনই মনে করা হয়। রোহিতের ওডিআই ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পর সমালোচনাও হচ্ছে হেড কোচ গৌতম গম্ভীরের।
Never seen anyone more hypocritical and two-faced than Gautam Gambhir. The same guy who once said, “If Rohit Sharma doesn’t become India’s captain, it’s India’s loss, not Rohit’s,” now doesn’t want him as captain after becoming coach himself. pic.twitter.com/pqRzYKDR2a
— Kusha Sharma (@Kushacritic) October 4, 2025
পুরনো একটি ভিডিয়ো, যখন রোহিত ভারতীয় দলের ক্যাপ্টেন হননি, সেখানে গৌতম গম্ভীর বলেছিলেন, ‘যদি রোহিত শর্মা ভারতীয় দলের ক্যাপ্টেন্সি না পায়, সেটা ভারতীয় দলের জন্য দুর্ভাগ্যজনক, রোহিত শর্মার নয়। বিশেষ করে রোহিতকে যদি সাদা বলের ক্যাপ্টেন্সি না দেওয়া হয়, সেটা খুবই লজ্জার।’ সেই গৌতম গম্ভীর কোচ হওয়ার পর রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগে সেই রোহিতেরই ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া, গৌতম গম্ভীরকে দু-মুখো বলছেন ক্রিকেট প্রেমীরা।