IPL, KKR: মাত্র একত্রিশেই অবসর KKR-র প্রাক্তন ক্রিকেটারের!

Dec 17, 2024 | 9:31 AM

Kolkata Knight Riders: উত্তর প্রদেশের এই ক্রিকেটার ভারত এ দল, অনূর্ধ্ব ২৩, এমার্জিং টিমে খেলেছেন। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার খেলেছেন ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন।

IPL, KKR: মাত্র একত্রিশেই অবসর KKR-র প্রাক্তন ক্রিকেটারের!
Image Credit source: BCCI

Follow Us

বয়স মাত্র একত্রিশ। এই সময়টা যে কোনও ক্রিকেটারের দুর্দান্ত হতে পারে। সকলের জন্য হয়তো নয়। এই আক্ষেপ থেকেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন। এত তাড়াতাড়ি কেন? প্রশ্ন উঠতেই পারে। উত্তরটা হয়তো পর্যাপ্ত সুযোগ! একটা সময় দেশের প্রতিভাবান পেসার বলা হচ্ছিল। উত্তর প্রদেশের এই ক্রিকেটার ভারত এ দল, অনূর্ধ্ব ২৩, এমার্জিং টিমে খেলেছেন। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার খেলেছেন ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। সেই পেসারই ভারতীয় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। এরপর?

অঙ্কিত রাজপুত। নামটা কারও অজানা নয়। ঘরোয়া ক্রিকেটে অবশ্যই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অতি পরিচিত নাম হয়ে উঠেছিলেন। সাম্প্রতিক প্রসঙ্গ উঠলে, এ বছর রঞ্জি ট্রফির প্রথম পর্বে দুটি ম্যাচ খেলেছেন। যদিও উইকেট পাননি। ২০১২-১৩ মরসুমে রঞ্জি ট্রফি অভিষেক হয়েছিল। প্রথম শ্রেনির ক্রিকেটে ৮০ ম্যাচে নিয়েছেন ২৪৮ উইকেট। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেট লিস্ট এ-তে ৫০ ম্যাচে ৭১ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ৮৭ ম্যাচে ১০৫টি উইকেট নিয়েছেন। ইকোনমি মাত্র ৭.৭৫।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস (২০১৩), কলকাতা নাইট রাইডার্স (২০১৬-১৭), পঞ্জাব কিংস (২০১৮-২০১৯), রাজস্থান রয়্যালস (২০২০) টিমে খেলেছেন। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস টিমে থাকলেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। আইপিএলে সব মিলিয়ে ২৯ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে মাত্র ৫ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। নিয়েছেন ৪ উইকেট।

ভারতীয় ক্রিকেট বোর্ড, তাঁর রাজ্য ক্রিকেট সংস্থা এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কিত। ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে বিশ্বের অন্য কোনও টিম, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোসংযোগ করতে চান। পাশাপাশি ব্যবসার পরিকল্পনাও রয়েছে, এমনই জানিয়েছেন অঙ্কিত রাজপুত।

Next Article