Rohit Sharma: ওর সময় হয়ে এসেছে… ফর্মহীন রোহিতকে নিয়ে বড় কথা দেশের প্রাক্তনীর

MI, IPL 2025: ঘরের মাঠে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিলেন। সেখানে মাত্র ২৬ রান করেন রোহিত। এ বার হিটম্যানের ফর্ম দেখে সতর্ক করেছেন দেশের এক প্রাক্তন ক্রিকেটার।

Rohit Sharma: ওর সময় হয়ে এসেছে... ফর্মহীন রোহিতকে নিয়ে বড় কথা দেশের প্রাক্তনীর
ওর সময় হয়ে এসেছে... ফর্মহীন রোহিতকে নিয়ে বড় কথা দেশের প্রাক্তনীরImage Credit source: BCCI

Apr 18, 2025 | 6:55 PM

০, ৮, ১৩, ১৭, ১৮ ও ২৬ — এটা যদি বলা হয় রোহিত শর্মার শেষ ৬টি ইনিংসে করা রান, অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু এটাই সত্যি। চলতি আইপিএলে (IPL) পরপর ৬ ইনিংসে মাত্র ৮২ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। এমআইকে ৫টি আইপিএল ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এখন ফর্মে নেই হিটম্যান। চলছে না তাঁর ব্যাট। প্রবল সমালোচিত হচ্ছেন। ঘরের মাঠে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিলেন। সেখানে মাত্র ২৬ রান করেন রোহিত। এ বার হিটম্যানের ফর্ম দেখে সতর্ক করেছেন দেশের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগ। এই সময় রোহিতের কী করা উচিত, সে কথাও জানিয়েছেন বীরু।

রোহিতের খেলার ধরন নিয়ে ভাবা উচিত। মনে করছেন সেওয়াগ। তিনি বলেন, ‘যদি গত ১০ বছরে রোহিতের আইপিএলে রান দেখা হয়, নজরে পড়বে মাত্র ১ বারই ৪০০-র বেশি রান করেছিল। ও এমন প্লেয়ারই নয়, যে মনে করে ওকে ৫০০ বা ৭০০ রান করতে হবে। যদি ও সেটা ভাবে করতেই পারে। যখন ও ভারতের অধিনায়ক হয়েছিল, সেই সময় বলেছিল, ও এমন প্লেয়ার হতে যায় যে, পাওয়ার প্লে-তে সুযোগ কাজে লাগাতে চায়। ও একাই সব রকম ত্যাগ স্বীকার করতে চেয়েছিল। কিন্তু ও যখন পারফর্ম করতে পারছে না, তখন ওর উত্তরাধিকারে আঘাত লাগছে।’

হিটম্যানের অবসরের সময় এসেছে। তার আগে উচিত নিজের স্বাভাবিক খেলাটা তুলে ধরে ভক্তদের মন জয় করা। এই প্রসঙ্গে বলতে গিয়ে বীরু বলেন, ‘এ বার ওর অবসরের সময় এসেছে। আর অবসরের আগে নিশ্চয়ই ও চাইবে ভক্তরা যেন ওকে মনে রাখে তার জন্য কিছু করতে। এমন কিছু মুহূর্ত নিশ্চয়ই চাইবে না, যাতে ভক্তরা ভাবতে বাধ্য হয় যে, কেন ওকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না। আমি তো বলব ১০টা বল অতিরিক্ত খেলো। কিন্তু অন্তত খেলো। নিজেকে একটা সুযোগ দাও। পুল শট খেলতে গিয়ে একাধিকবার ও আউট হয়ে যাচ্ছে। একবার ওর সিদ্ধান্ত নেওয়া উচিত যে, পুল শট খেলবে না। এ বার ওকে এটা কে বোঝাবে? কাউকে ওকে বলতে হবে যে ও যেন স্বাভাবিক ক্রিকেটটা খেলে। যখন আমি ক্রিকেট খেলতাম, সেই সময় সচিন, দ্রাবিড় বা সৌরভ আমাকে বলত স্বাভাবিকভাবে ক্রিকেট খেলার জন্য।’