IPL 2021: আইপিএলে গ্যালারিতে ঢুকতে একাধিক নিয়ম

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Kaustav Ganguly

Updated on: Sep 19, 2021 | 3:21 PM

দুবাইয়ের (Dubai) স্টেডিয়ামে (stadium) ঢুকতে ৪৮ ঘন্টা আগের করোনা পরীক্ষার রিপোর্টর প্রয়োজন নেই। বরং করোনা ভ্যাক্সিনের (vaccination proof) জোড়া ডোজ নেওয়ার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। মানতে হবে দুরত্ব বিধি। সবসময় মুখে মাস্ক রাখতে হবে। শুধুমাত্র যাদের বয়স ‍১২ বছরের কম তাদের ভ্যাক্সিন সার্টিফিকেটের প্রয়োজন নেই। টিকিটও মোবাইলে ডাউনলোড করতে হবে। কোনও হার্ড কপি থাকবে না।

IPL 2021: আইপিএলে গ্যালারিতে ঢুকতে একাধিক নিয়ম
আইপিএল ট্রফি। ছবি: টুইটার

দুবাই: আর কিছুক্ষণ পরেই শুরু হবে বিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জানায় কোভিড বিধি মেনে মাঠে কিছু সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অনলাইনে ১৬ তারিখ থেকে টিকিট বিক্রিও শুরু হয়েছে। কিন্তু পকেটে রেস্তো থাকলেই কি আইপিএলের ম্যাচ মাঠে বসে দেখা যাবে? উত্তর না। মাঠে বসে খেলা দেখতে টিকিট ছাড়াও মানতে হবে একাধিক নিময়।

আরব দেশের তিনটি শহরে খেলা। দুবাই, আবুধাবি এবং শারজা। বোর্ডের কোভিড প্রোটোকলের পাশাপাশি তিন শহরের প্রশাসনের কোভিড (Covid) সংক্রান্ত নিয়ম মানতে হবে মাঠে ঢোকার জন্য। আটটি ফ্রাঞ্চাইজিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নিয়মের তালিকা।

দুবাইয়ের (Dubai) স্টেডিয়ামে (stadium) ঢুকতে ৪৮ ঘন্টা আগের করোনা পরীক্ষার রিপোর্টর প্রয়োজন নেই। বরং করোনা ভ্যাক্সিনের (vaccination proof) জোড়া ডোজ নেওয়ার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। মানতে হবে দুরত্ব বিধি। সবসময় মুখে মাস্ক রাখতে হবে। শুধুমাত্র যাদের বয়স ‍১২ বছরের কম তাদের ভ্যাক্সিন সার্টিফিকেটের প্রয়োজন নেই। টিকিটও মোবাইলে ডাউনলোড করতে হবে। কোনও হার্ড কপি থাকবে না।

ছবিটা কিছুটা বদলে যাচ্ছে শারজার (Sharjah) ক্ষেত্রে। ১৬ বছরের কম বয়সের কেউই গ্যালারিতে ঢুকতেই পারবেন না। পাশাপাশি শারজায় ভ্যাক্সিন সার্টিফিকেটের পাশাপাশি ৪৮ ঘন্টার করোনা নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।

আবু ধাবিতে (Abu Dhabi) ১৬ বছরের বেশি বয়সীদের ভ্যাক্সিনেসন সার্টিফিকেট প্রয়োজন। পাশাপাশি রাখতে হবে ৪৮ ঘন্টার করোনা নেগেটিভ রিপোর্ট। ১২ থেকে ১৫ বছরের মধ্যে যারা থাকবেন তাদের ভ্যাক্সিনিসন সার্টিফিকেট প্রয়োজন নেই তবে কোভিড নেগেটিভ রিপোর্ট মাস্ট। ১২ বছরের কময় বয়সের কেউ মাঠে এলে তার সঙ্গে থাকতে হবে একজন অভিভাবক। যার বয়স হতে হবে ২১ বছরের বেশি।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla