Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR ভিডিয়ো: স্পিনার বরুণের পেস বোলিং! হেলমেট ছুড়ে অসাধারণ ক্যাচ ডি’ককের

IPL 2025, RR vs KKR: এত কম রানে আটকাতে আঁটোসাঁটো বোলিং করেছেন নাইট বোলাররা। বরুণ-ডি'ককের যুগলবন্দিতে রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগকে সাজঘরে ফিরে যেতে হয় মাত্র ২৫ রান করে। আরসিবি ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় নাইট রাইডার্স।

IPL 2025, KKR ভিডিয়ো: স্পিনার বরুণের পেস বোলিং! হেলমেট ছুড়ে অসাধারণ ক্যাচ ডি'ককের
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 4:19 PM

কলকাতা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হার দিয়ে শুরু হয়েছিল এ বারের আইপিএল। সেখান থেকে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। অজিঙ্ক রাহানের টিমকে সহজ জয় এনে দিয়েছেন তারকা ক্রিকেটার কুইন্টন ডি’কক। ৯৭ করে নট আউট থেকে যান। শুধু কি ব্যাট হাতে, ডি’ককের একটা দুরন্ত ক্যাচ নিয়েও চলছে চর্চা। বুধবার গুয়াহাটির মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাহানে। অনবদ্য বোলিংয়ে রাজস্থানকে ১৫১ রানের মধ্যে আটকে দেয় কেকেআর। এত কম রানে আটকাতে আঁটোসাঁটো বোলিং করেছেন নাইট বোলাররা। বরুণ-ডি’ককের যুগলবন্দিতে রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগকে সাজঘরে ফিরে যেতে হয় মাত্র ২৫ রান করে। আরসিবি ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় নাইট রাইডার্স।

চোটের কারণে বুধবার সুনীল নারিন খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলি সুযোগ পান। ব্যাট হাতে বড় ইনিংসের সুযোগ হয়নি। ছোট্ট ভুল বোঝাবুঝিতে রান আউট। কিন্তু বল হাতে অনবদ্য মইন। বরুণ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে মাঝের ওভারগুলোয় দলকে ভরসা দেন। পাওয়ার প্লেতে নাইট পেসার বৈভব অরোরা রাজস্থান রয়্যালসের মারকুটে ওপেনার সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিয়ে রাজস্থানকে প্রথম ধাক্কা দেন। ঠিক পরেই রিয়ান পরাগ ও যশস্বী জয়সও একটি ভালো পার্টনারশিপ গড়ে তুলছিলেন। তাও দীর্ঘস্থায়ী হয়নি।

বরুণের ওভারের প্রথম বলেই রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ একটি ৯০ মিটারের বিশাল ছক্কা হাঁকান। পরের বলেই ফের একটি বড় শট খেলতে গিয়ে হওয়ায় ওঠা বল তালুবন্দি করেন নাইট কিপার ডি’কক। ২৫ করে সাজঘরে ফেরেন রয়্যালস অধিনায়ক। তবে এই উইকেটে দুটো উল্লেখযোগ্য বিষয় রয়েছে। স্পিনার বরুণ চক্রবর্তী ১১৩/ঘণ্টা গতিতে ডেলিভারি করেন! স্পিনারের ‘পেস বোলিং’ রিয়ান পরাগের ব্যাটের কানায় লেগে হাওয়ায় বল। হেলমেট ছুড়ে দিয়ে অসাধারণ ক্যাচ নেন প্রোটিয়া উইকেট কিপার ডি’কক। ক্যাচের জন্য নাইট সমর্থকদের প্রশংসাও পেয়েছেন। আর তারপর ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস।