Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women’s IPL: বাজিমাত আম্বানির সংস্থার, ৯৫১ কোটিতে কিনল মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব!

WIPL 2023: একটা সময় ভারতীয় খেলাধুলোর জগতে একচেটিয়া আধিপত্য ছিল স্টার স্পোর্টসের। ছোট, বড় টুর্নামেন্টের ব্রডকাস্টারের পাশে নাম থাকত স্টার নেটওয়ার্কের। বিদেশি খেলাগুলির ক্ষেত্রে সোনি। কিন্তু ধীরে ধীরে সেই জায়গায় থাবা বসাচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

Women's IPL: বাজিমাত আম্বানির সংস্থার, ৯৫১ কোটিতে কিনল মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 2:47 PM

মুম্বই: ২০২৩ সালের মার্চ মাসে মেয়েদের আইপিএল আয়োজনের জোরদার প্রস্তুতি চলছে। সেই লক্ষ্যে প্রথম ধাপ পার করল বিসিসিআই। ৯৫১ কোটি টাকায় ভায়াকম ১৮ (Viacom 18) আদায় করল মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব। আগামী ৫ বছরের জন্য মেয়েদের আইপিএলের (WIPL 2023) সম্প্রচার স্বত্ব থাকবে ভায়াকম ১৮-এর হাতে। এর অর্থ হল, ম্যাচ প্রতি ৭.০৯ কোটি টাকা ব্যয় করবে সংস্থাটি। সোমবার বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে এই খবর দিয়েছেন। মিডিয়া রাইটসের অকশনে অংশ নিয়েছিল ডিজনি হটস্টার এবং সোনি। শেষ পর্যন্ত বাজিমাত করে যায় মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সংস্থা। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

গতবছরের শুরুর দিকে ভায়াকম ১৮ রেকর্ড ২৩, ৭৫৮ কোটি টাকায় ভারতীয় উপমহাদেশে আইপিএলের ডিজিটাল স্বত্ব বাগিয়ে নিয়েছিল। এরপর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনেও আইপিএল সম্প্রচারের ডিজিটাল স্বত্ব ছিনিয়ে নেয়। এ বার মেয়েদের আইপিএলেও ঝাঁপিয়ে পড়ল মুকেশ আম্বানির সংস্থা। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচারের অধিকার থাকবে। জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। এই ঘটনাকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন বিসিসিআই সচিব। টুইটারে তিনি লিখেছেন, “এটি ভারতীয় মহিলা ক্রিকেটের ক্ষমতায়নের জন্য একটি বড় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ। এই টুর্নামেন্টে সব বয়সের মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে৷ মহিলাদের ক্রিকেটে নতুন ভোরের সূচনা।”

Congratulations @viacom18 for winning the Women’s @IPL media rights. Thank you for your faith in @BCCI and @BCCIWomen. Viacom has committed INR 951 crores which means per match value of INR 7.09 crores for next 5 years (2023-27). This is massive for Women’s Cricket ???

— Jay Shah (@JayShah) January 16, 2023

শোনা যাচ্ছে, প্রথম সংস্করণে মোট ২২টি ম্যাচ খেলা হবে। ফেব্রুয়ারি মাসে বসবে নিলামের আসর। সেসবের আগে ফ্র্যাঞ্চাইজি ওনারশিপ টেন্ডার খুলবে ২৫ জানুয়ারি। মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণে মিতালি রাজের অংশগ্রহণের জোর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গতবছর দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি। বর্তমানে ধারাভাষ্যে ব্যস্ত তিনি। দেশের মহিলা ক্রিকেটের মুখ মিতালি এর অংশ হলে টুর্নামেন্টের জনপ্রিয়তা যে কয়েকগুণ বেড়ে যাবে তাতে সন্দেহ নেই।