Virat Kohli Anushka Sharma Holiday : ছুটি কাটাতে নেদারল্যান্ডসে বিরাট-অনুষ্কা, ছাড় মিলল না ছবি তোলার আবদারে

বিরুষ্কা হলিডের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনি। কিন্তু তাতেও শেষরক্ষা হল কই।

Virat Kohli Anushka Sharma Holiday : ছুটি কাটাতে নেদারল্যান্ডসে বিরাট-অনুষ্কা, ছাড় মিলল না ছবি তোলার আবদারে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 5:00 PM

আমস্টরডাম: বিরাট কোহলির (Virat Kohli) পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ঘুরতে চলে যান। ছুটি কাটাতে নির্জন জায়গা পছন্দ করেন বিরাট। যেখানে নিরিবিলিতে স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে মাসখানেকের বিশ্রাম পেয়েছে ভারতীয় দলের সদস্যরা। রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবরা ছুটি কাটাতে হংকং, প্যারিসের মতো জায়গা বেছে নিয়েছেন। সেখানে বিরাট ও অনুষ্কা (Anushka Sharma) গেলেন নেদারল্যান্ডসে। বিরুষ্কা হলিডের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনি। কিন্তু তাতেও শেষরক্ষা হল কই। নেটমাধ্যমের সৌজন্যে বিরাট-অনুষ্কার এ বারের হলিডে ডেস্টিনেশন জেনে গিয়েছে সোশ্যাল মিডিয়া। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বৃহস্পতিবার নেটমাধ্যমে বিরাট অনুষ্কার আমস্টরডামে বেড়ানোর ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দুটি ফটো শেয়ার করেছে বিরাট কোহলির ফ্যান পেজ। সম্ভবত একটি ছবি রেস্তরাঁর ভেতর। বিরাটের এক হাতে খাবারের প্যাকেট। অন্য ছবিটি আমস্টরডামের রাস্তায়। বিরাটকে মাঝখানে রেখে ছবি তুলেছেন এক কাপল। বিরাটের পোশাক দেখে আন্দাজ করা যায় ছবি দুটি একই দিনের। বোঝাই যাচ্ছে, সূদূর নেদারল্যান্ডসে বেড়াতে গিয়েও অনুরাগীদের সেলফি আর ছবি তোলার আবদার থেকে রক্ষা পাননি বিরাট ও অনুষ্কা। বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। ইনস্টাগ্রামে ২৫০ মিলিয়নের গণ্ডি পার করে গিয়েছে। সামান্য পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে।

১২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু পূর্ণাঙ্গ সফর। এরপর রয়েছে তিনটি ওডিআই ও পাঁচটি টি-২০ ম্যাচ। শুক্রবার ক্যারিবিয়ান সফরের জন্য টেস্ট ও ওডিআই দল ঘোষণা করেছে বিসিসিআই। শোনা যাচ্ছিল, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। তবে রোহিত-বিরাটকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। সিনিয়রদের মধ্যে ক্যারিবিয়ান সফরে বিশ্রাম পেয়েছেন মহম্মদ সামি।