IPL 2025, Virat Kohli: নতুন রেকর্ডের মালিক বিরাট কোহলি! কী সেই কীর্তি?

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: এর কৃতিত্ব প্রাপ্য বিরাট কোহলিরও। আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির এই বছরের ব্যাটিং পারফরম্যান্স, দলের ভালো খেলার সব থেকে বড় কারণ। বরাবরের মতোই ব্যাট হাতে সমালোচকদের জবাব দিচ্ছেন কিং কোহলি।

IPL 2025, Virat Kohli: নতুন রেকর্ডের মালিক বিরাট কোহলি! কী সেই কীর্তি?
Image Credit source: BCCI

May 04, 2025 | 4:27 PM

কলকাতা: স্বপ্নের মরসুম চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরসুমের প্রথম ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন মেন্টালিটি দেখা যাচ্ছে বিরাটদের মধ্যে। দলের প্রতিটি খেলোয়াড়দের মধ্যে ম্যাচ জয়ের খিদে স্পষ্ট। নতুন অধিনায়ক রজত পতিদারের নেতৃত্বে একের পর এক ম্যাচ জয়। শুরুর দিকে হোম ম্যাচে চাপে পড়ছিল। সেই সমস্যাও মিটেছে। এর কৃতিত্ব প্রাপ্য বিরাট কোহলিরও। আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির এই বছরের ব্যাটিং পারফরম্যান্স, দলের ভালো খেলার সব থেকে বড় কারণ। বরাবরের মতোই ব্যাট হাতে সমালোচকদের জবাব দিচ্ছেন কিং কোহলি।

বিরাট আর রেকর্ড এই দুই শব্দ এখন একে অপরের পরিপূরক। একাধিক রেকর্ডের মালিক বিরাট। এই মরসুমে আইপিএলে আরও এক রেকর্ডের মালিক হলেন তিনি। কী সেই রেকর্ড? টুর্নামেন্টের ইতিহাসে আটটি ভিন্ন মরসুমে ৫০০ বা তার বেশি রান করা প্রথম ব্যাটার হয়ে উঠলেন বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং এই মাইলফলক অতিক্রম করেন। তারই সুবেদে তিনি বর্তমানের অরেঞ্জ ক্যাপের মালিকও। ১১ ইনিংসে ৬৩.১৩ গড়ে ৫০৫ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৩.৪৬! যা প্রশংসনীয়।

সেই ২০১১ সালের আইপিএল থেকেই ধারাবাহিতকা দেখিয়ে যাচ্ছেন। সেবার ৫৫৭ রান করেছিলেন। এর পর ২০১৩ সালে ৬৩৪ রান, ২০১৫ সালে ৫০৫ রান এবং ২০১৬ সালে সেই ঐতিহাসিক মরসুম। সেই বছর যেখানে তিনি চারটি শতরান সহ রেকর্ড-ব্রেকিং ৯৭৩ রান করেছিলেন। এরপর তিনি ২০১৮ সালেও ৫০০ প্লাস রানের কীর্তি গড়েছিলেন এবং তারপরে ২০২৩ সালে ৬৩৯ রান এবং ২০২৪ সালে ৭৪১ রান করেছিলেন এই বছরেও সেই ধারা বজায় রেখেছেন। বিরাটের পর এই তালিকায় রয়েছেন লোকেশ রাহুল (ছয় বার) এবং শিখর ধাওয়ান (পাঁচ বার)।