Virat Kohli: একজনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত! বিরাট কোহলির অবসরে কার পরামর্শ?
Virat Kohli Retirement Decision: বিশেষ করে কয়েক দিন আগে রোহিত শর্মাও অবসরের সিদ্ধান্ত নেওয়ায় আরও বেশি করে প্রশ্ন উঠছে। বিরাট কোহলি অবসরের আগে একজনের সঙ্গে আলোচনাও করেছিলেন। তাঁর পরামর্শেই কি অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত?

গতকালই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। জল্পনা গত কয়েক দিন ধরেই চলছিল। তবে এটাই সত্যি হবে, এই নিয়ে একশো শতাংশ বিশ্বাস কারও ছিল না। বিরাট কোহলির যদি অবসর নেওয়ারই হত, অস্ট্রেলিয়াতেই নিতে পারতেন! এত দিন কেন অপেক্ষা? বিরাট নিজে থেকেই অবসর নিয়েছেন নাকি পরিস্থিতিই এমন তৈরি হয়েছিল? এমন নানা প্রশ্নও উঠছে। বিশেষ করে কয়েক দিন আগে রোহিত শর্মাও অবসরের সিদ্ধান্ত নেওয়ায় আরও বেশি করে প্রশ্ন উঠছে। বিরাট কোহলি অবসরের আগে একজনের সঙ্গে আলোচনাও করেছিলেন। তাঁর পরামর্শেই কি অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত?
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী-বিরাট কোহলির দুর্দান্ত সম্পর্ক কারও অজানা নয়। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই ভারতীয় দলে কোচিং টিমে শাস্ত্রীকে পেয়েছিলেন কোহলি। এরপর তাঁকে হেড কোচ করার নেপথ্যেও ছিলেন বিরাট কোহলি। ২০১৬ সালে অনিল কুম্বলে কোচ ছিলেন। তাঁর চুক্তি নবীকরণ হয়নি। তৎকালীন ক্যাপ্টেন বিরাট চেয়েছিলেন শাস্ত্রীকে কোচ করা হোক। ক্যাপ্টেন কোহলি এবং রবি শাস্ত্রী জুটিতেই ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৮ সালে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস।
রবি শাস্ত্রীকে মেন্টর মানেন বিরাট কোহলি। বহুবার এ কথা প্রকাশ্যে বলেছেন। ক্রিকবাজের খবর অনুযায়ী, গত কয়েক দিন ধরেই রবি শাস্ত্রীর সঙ্গে টেস্ট ক্রিকেট ছাড়ার বিষয়ে আলোচনা করছিলেন বিরাট। এ ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব তথা বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার সঙ্গেও বিরাট কোহলির আলোচনার কথা ছিল বলে খবর। যদিও তা হয়নি। শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেই ঘোষণা করে দেন বিরাট কোহলি। তবে মেন্টরের সঙ্গে কী নিয়ে আলোচনা করেছিলেন বিরাট কোহলি, তা অবশ্যই প্রকাশ্যে আসেনি।





