AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli Retires: ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি, পরিসংখ্যান কী বলছে?

Virat Kohli Career As Test Captain: বিরাট কোহলি এই দুই পরিস্থিতির সঙ্গেই লড়াই করে হয়ে উঠেছিলেন, ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেন। কেউ হয়তো বলতেই পারেন, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেননি, কিংবা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপও। তবে টেস্ট ম্যাচ হার-জিৎ বিচার করলে কোহলিই সর্বকালের সেরা।

Virat Kohli Retires: ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি, পরিসংখ্যান কী বলছে?
Image Credit source: James Worsfold - CA/Cricket Australia via Getty Images
Follow Us:
| Updated on: May 12, 2025 | 1:56 PM

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বিদেশের মাঠে এমন আগ্রাসন আর কার থেকে দেখা গিয়েছে? কিংবা তার আগে? মনে করতে পারবেন না। ট্রফির নিরিখেই হোক বা প্রতিপক্ষের সম্মান অর্জন করে নেওয়া। বিরাটের উপস্থিতি আলাদাই মাত্রা রাখে। প্রত্যেকটা ক্রিকেট প্রেমী একটা বিষয় অন্তত মেনে নেবেন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা সবচেয়ে কঠিন। শুধু সেখানকার পরিবেশ কিংবা পরিস্থিতির জন্য নয়। গ্যালারি। সারাক্ষণ আপনাকে চাপে রাখার চেষ্টা করবে। আর নিজের টিম যদি বিপদে থাকে, গ্যালারি পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করবে। বিরাট কোহলি এই দুই পরিস্থিতির সঙ্গেই লড়াই করে হয়ে উঠেছিলেন, ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেন। কেউ হয়তো বলতেই পারেন, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেননি, কিংবা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপও। তবে টেস্ট ম্যাচ হার-জিৎ বিচার করলে কোহলিই সর্বকালের সেরা।

যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছিলাম, আগ্রাসন। প্রত্যেক ক্য়াপ্টেনের স্টাইল আলাদা। কিন্তু প্রতিপক্ষর মাঠে প্রতিপক্ষকেই চাপে রাখা, এটা একটা শিল্প। আর সেটা আসে সম্মান অর্জন থেকেই। অস্ট্রেলিয়ার দর্শকদের মধ্যে একটা ব্যাপার রয়েছে। তাঁরা নরকের মতো পরিস্থিতি তৈরি করেন। কিন্তু কেউ যদি সেই পরিস্থিতি সামলে পারফর্ম করতে পারেন, আপন করে নেন। বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন হিসেবে যে সম্মানটা অন্য দেশে অর্জন করেছেন, তার চেয়ে অনেক বেশি অস্ট্রেলিয়ার মাটিতে। তার কারণ, অজি সমর্থকরা বিরাট কোহলিকে ঠিক তাঁদের মতোই মনে করতেন।

অস্ট্রেলিয়ার মাটিতে সেই মুহূর্ত মনে পড়ে? তরুণ বিরাট কোহলিকে অনবরত স্লেজিং করে যাচ্ছিলেন সমর্থকরা। বিরাট কোহলিও ছাড়েননি। পাল্টা দিয়েছিলেন। ‘মধ্যমা’ দেখিয়েছিলেন। গ্যালারি বুঝে গিয়েছিলেন, এই মানুষটিকে স্লেজিং করলে নিজেদেরই ক্ষতি। যেমনটা বুঝেছিলেন, অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বাঁ হাতি পেসার মিচেল জনসন। বিরাটকে স্লেজিং করেছিলেন। তারপরই বিরাটের সেঞ্চুরি। বিরাটের কেরিয়ারের তখন সবে শুরুর দিক। বাকিটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল অজি টিমের কাছে।

বিরাটকে কেন টেস্টে ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেন বলা হচ্ছে? একটু না হয় পরিসংখ্যানেই নজর রাখা যাক…। টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৬৮ ম্যাচে। এর মধ্যে ৪০টি জয়। হার মাত্র ১৭ টেস্টে। ড্র ১১টি। ভারতীয় ক্যাপ্টেনদের মধ্যে সকলের শীর্ষে। মহেন্দ্র সিং ধোনি ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। যার মধ্যে জয় ২৭টি, হার ১৮। ড্র হয়েছিল ১৫টি ম্যাচ। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। যার মধ্যে ২১টি জয় এবং ১৩টি হার, ড্র ১৫ ম্যাচে। মহম্মদ আজহারউদ্দিন ৪৭ টেস্টে নেতৃত্ব দিয়েছেন এর মধ্য়ে ১৪টি করে জয় ও হার, ১৯টি ড্র। বিরাটের আগে সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা ২৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে জয় ১২টি, হার ৯ এবং ড্র ২টি।