Virat Kohli: কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন আসতেই গম্ভীর বললেন, প্রতি ম্যাচের পরই…
Gautam Gambhir on Virat Kohli: বিরাট কোহলির রানে ফেরা যেন শুধু সময়ের অপেক্ষা। আর একবার তা হলেই ধারাবাহিক রান আসবে কোহলির ব্যাটে। এমনটাই মনে করছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।
কলকাতা: কবে নিজের সেরা ছন্দে ফিরবেন বিরাট কোহলি? বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলার সময় থেকে এই প্রশ্ন বিরাটের অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে যে কারণে এই প্রশ্ন আরও একবার জোরাল হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে। গুরু গম্ভীর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী শীঘ্রই কোহলি ফর্মে ফিরবেন। তাঁর রানের খিদে নিয়ে কী বললেন ভারতের হেড কোচ?
রানের খিদে কখনও ফুরিয়ে যায়নি বিরাট কোহলির। ফর্ম সাময়িক হারিয়েছে, কিন্তু তা শীঘ্রই ফিরবে আশাবাদী গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘বিরাটকে নিয়ে আমার ধারনা সব সময় পরিষ্কার। ও বিশ্বমানের ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ও ভারতের হয়ে খেলছে। যখন ওর ডেবিউ হয়েছিল সেই সময় যেমন রানের খিদে ছিল, এখনও তেমনটাই আছে। আর সেই খিদেটাই ওকে বিশ্বমানের ক্রিকেটার বানিয়েছে। আমি নিশ্চিত এই সিরিজে ওর রান করার খিদেটা থাকবে। এই তিন টেস্টের সিরিজের জন্য ও মুখিয়ে রয়েছে। আর তারপর তো অস্ট্রেলিয়া সফর রয়েছে।’
বিরাটের রানে ফেরা যেন শুধু সময়ের অপেক্ষা। আর একবার তা হলেই ধারাবাহিক রান আসবে কোহলির ব্যাটে। এমনটাই মনে করছেন গম্ভীর। কোনও ক্রিকেটারকেই প্রতি ম্যাচের পর মাপা ঠিক নয়। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘প্রতি ম্যাচের পর কোনও ক্রিকেটারকে মাপা যায় না। প্রতিটা ম্যাচের পর কোনও ক্রিকেটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাটা ঠিক নয়। খেলায় ওঠা-নামা লেগেই থাকে। সকলের প্রতিটা দিন ভালো কাটে না। দলের প্লেয়ারদের পাশে থাকতে হবে। আমার কাজ ওদের সেই সাপোর্টটা দেওয়া। আমার কাজ দল থেকে সেরা একাদশ বেছে নেওয়া। কাউকে বাদ দেওয়া নয়।’