Virat Kohli: দুই ম্যাচেই আউট লেগ স্পিনে, বিশেষ প্রস্তুতিতে বিরাট কোহলি
India vs Sri Lanka 3rd ODI: হেড কোচের কথা ফেলেননি রোহিত-বিরাটরা। ছুটি বাতিল করে শ্রীলঙ্কায় খেলছেন। রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিরাট কোহলি শুরুটা সতর্ক করার চেষ্টা করছেন। প্রথম ম্যাচে কিছুটা সফলও হয়েছিলেন। কিন্তু লেগস্পিনের ফাঁদে পড়েন।
বিরাট কোহলি এবং লেগ স্পিন। এ যেন অস্বস্তিকর পরিস্থিতি। তাও আবার স্পিন সহায়ক পিচে। লেগ স্পিনের বিরুদ্ধে তাঁর দুর্বলতা নতুন নয়। ঝুলিতে নানা শট থাকলেও অস্বস্তিতে দেখা যায়। ভারতীয় দল গত কয়েক বছর পেস-বাউন্সি পিচেই খেলতে অভ্যস্ত হয়েছে। ফলে র্যাঙ্ক টার্নার পিচ হলেই সমস্যায় পড়তে হচ্ছে। গত দু-ম্যাচেই এই চিত্র দেখা গিয়েছে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ। ঋষভ পন্থের মতো ব্যাটারকেও একাদশে জায়গা পেতে অপেক্ষা করতে হয়। তাদের পরিস্থিতি এমন হবে, প্রত্যাশা ছিল না। কলম্বোয় স্পিন সহায়ক পিচ হওয়ায় মিডল অর্ডার প্রবল চাপে। বিশেষ করে বিরাট কোহলি।
ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর খেলেননি বিরাট কোহলি। শ্রীলঙ্কা সিরিজেও বিশ্রামের কথা ছিল। তবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে সিনিয়র প্লেয়ারদের চেয়েছিলেন গৌতম গম্ভীর। হেড কোচের কথা ফেলেননি রোহিত-বিরাটরা। ছুটি বাতিল করে শ্রীলঙ্কায় খেলছেন। রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিরাট কোহলি শুরুটা সতর্ক করার চেষ্টা করছেন। প্রথম ম্যাচে কিছুটা সফলও হয়েছিলেন। কিন্তু লেগস্পিনের ফাঁদে পড়েন।
প্রথম ম্যাচে ওয়ানিন্দু হাসারঙ্গা, দ্বিতীয় ম্যাচে জেফরি ভ্যানডারসে। পরপর দু-ম্যাচে লিগ স্পিনারের শিকার বিরাট কোহলি। তৃতীয় ওয়ান ডে-র আগে বাড়তি সতর্ক বিরাট। স্পিনের বিরুদ্ধে দীর্ঘ সময় প্র্যাক্টিস করলেন। বিশেষ করে লিগ স্পিন। ভারতের স্কোয়াডে ডান হাতি রিস্ট স্পিনার নেই। তবে নেট বোলারদের মধ্যে লেগ স্পিনার ছিলেন। তাঁদের বোলিংয়েই সুইপ, ইনসাইড আউট, স্লগ সুইপ প্র্যাক্টিস করেন বিরাট। প্র্যাক্টিসে আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় কিং কোহলিকে। কে জানে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মতো এখানেও সেরা ইনিংসটা শেষ ম্যাচের জন্যই তুলে রেখেছেন!