Virat Kohli: ম্যাচের আগে বিরাটের পেপটক, তাতেই জয়ের খাতা খুলল আরসিবি?
মুম্বই: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মহিলা দল। মেয়েদের প্রিমিয়র লিগে (WPL 2023) নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিতে ছয় ম্যাচ অপেক্ষা করতে হল স্মৃতি মান্ধানাদের। বুধবার ইউপি ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে দিল স্মৃতি মান্ধানার টিম। হাঁফ ছেড়ে বেঁচেছেন আরসিবি সমর্থকরাও। ব্যাঙ্গালোরকে প্রথম জয় এনে দিতে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করলেন কনিকা-রিচা জুটি। […]
মুম্বই: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মহিলা দল। মেয়েদের প্রিমিয়র লিগে (WPL 2023) নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিতে ছয় ম্যাচ অপেক্ষা করতে হল স্মৃতি মান্ধানাদের। বুধবার ইউপি ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে দিল স্মৃতি মান্ধানার টিম। হাঁফ ছেড়ে বেঁচেছেন আরসিবি সমর্থকরাও। ব্যাঙ্গালোরকে প্রথম জয় এনে দিতে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করলেন কনিকা-রিচা জুটি। বোলিংয়ের এলিস পেরি। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার ফর্মে না ফিরলেও জয়ের খাতা খুলেছে আরসিবি। জানেন কি, আরসিবির মহিলা দলের ঘুরে দাঁড়ানোর পিছনে রয়েছে বিরাট কোহলির হাত? ইউপির বিরুদ্ধে নিজেদের ষষ্ঠ ম্যাচের আগে ব্যাঙ্গালোরের ক্যাম্পে হাজির হয়েছিলেন বিরাট (Virat Kohli)। রিচা ঘোষ, রেণুকা সিং, এলিস পেরিদের পেপটক দেন বিরাট। জয়ের জন্য কী এমন টিপস দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক? বিস্তারিত TV9 Bangla-য়।
বুধবারের ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে টুইটারে পোস্ট করা হয় বেশ কয়েকটি ছবি। দেখা যায়, বিরাটের কথা মন দিয়ে শুনছেন মহিলা দলের সদস্যরা। বিরাটের পাশেই ছিলেন আরসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর মাইক হেসন। টুইটের ক্যাপশনে লেখা হয়, “সেটব্যাককে কী ভাবে কামব্যাকে বদলে দিতে হয়, তা ওঁর থেকে ভালো আর কে বলতে পারেন। ম্যাচের আগে টিমের সঙ্গে সময় কাটানো এবং দলকে অনুপ্রাণিত করার জন্য বিরাট কোহলিকে অনেক ধন্যবাদ।” এই মুহূর্তে প্রত্যাবর্তনের গল্প বিরাট কোহলির থেকে ভালো সত্যিই আর কেউ জানেন না। দীর্ঘদিনের ব্যর্থতাকে দূরে সরিয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই রানের খরা কাটিয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে ১৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। অজিদের বিরুদ্ধে শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচ। তার আগে নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজির মহিলা দলের সদস্যদের সঙ্গে সময় কাটান বিরাট। কোহলির বাণী মুগ্ধ হয়ে শোনেন রিচারা।
বিরাট বলছেন, “আমি ১৫ বছর ধরে আইপিএল খেলছি কিন্তু একবারও জিততে পারিনি। তার মানে এটা নয় যে আইপিএল খেলার উদ্যম হারিয়ে ফেলেছি। প্রতি বছরই নতুন এনার্জি নিয়ে খেলতে নেমে পড়ি। প্রতিটি ম্যাচ, প্রতিটি টুর্নামেন্টে এই মানসিকতা নিয়েই খেলি। জিতলে ভালো। হেরে গেলে ভাববে না, কতটা খারাপ পরিস্থিতিতে আছ। বরং ভাবো, তোমরা কতটা সুযোগ পাচ্ছ। আমরা এখনও আইপিএল খেলিনি, তবে মনে করি আমাদের দলটাই সেরা। কারণ, আমরা সবাই এ ভাবেই দায়বদ্ধ প্রতিটি ম্যাচের প্রতি। প্রতি বছর সমর্থকদের হাতে ট্রফি তুলে দিতে পারব না। তবে প্রতিটি ম্যাচে নিজেদের একশো শতাংশ দিতে পারি।”
Virat Kohli’s pep talk to the RCB Women’s Team
King came. He spoke. He inspired. He’d be proud watching the girls play the way they did last night. Watch @imVkohli‘s pre-match chat in the team room on Bold Diaries.#PlayBold #ನಮ್ಮRCB #WPL2023 pic.twitter.com/fz1rxZnID2
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 16, 2023
মেয়েদের তাতাতে ক্রিকেট বিশ্বের সেরা আইকন বলেছেন, “আরসিবির এখনও ১ শতাংশ চান্স আছে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল যে, খেলোয়াড়রা চাইলে এই ১ শতাংশ সম্ভাবনাকে ১০ শতাংশ, ৩০ শতাংশে নিয়ে যেতে পারে। সেখান থেকেই ম্যাজিকাল কিছু ঘটে যেতে পারে। যদি কিছু না হয় তা হলেও মাথা উঁচু করে চলো। পরের মরসুমের জন্য দলকে আরও শক্তিশালী গড়ে তোলো।”