Virat Kohli: RCB-র দুই দশকের সঙ্গী বিরাট! রিটেনশন পর্ব মিটতেই আগামীর লক্ষ্য জানালেন কোহলি

RCB, IPL 2025: ৩৫ বছর বয়সী ভারতীয় সুপারস্টার আইপিএলের জন্মলগ্ন থেকে আরসিবিতে রয়েছেন। মেগা নিলামের আগে তাঁর টিম তাঁকে রিটেন করার পর কী বললেন কোহলি?

Virat Kohli: RCB-র দুই দশকের সঙ্গী বিরাট! রিটেনশন পর্ব মিটতেই আগামীর লক্ষ্য জানালেন কোহলি
Virat Kohli: RCB-র দুই দশকের সঙ্গী বিরাট! রিটেনশন পর্ব মিটতেই আগামীর লক্ষ্য জানালেন কোহলিImage Credit source: X
Follow Us:
| Updated on: Nov 01, 2024 | 12:21 PM

কলকাতা: একবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ চান। আইপিএল রিটেনশন পর্ব মিটতেই বলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রত্যাশামতো কোহলিকে রিটেন করেছে আরসিবি (RCB)। ২০২৫ সালের আইপিএল নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবচেয়ে দামি ক্রিকেটার আপাতত তিনি। ৩৫ বছর বয়সী ভারতীয় সুপারস্টার আইপিএলের জন্মলগ্ন থেকে আরসিবিতে রয়েছেন। মেগা নিলামের আগে তাঁর টিম তাঁকে রিটেন করার পর কী বললেন কোহলি?

পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে আরসিবি কোহলিকে আগামী তিন বছরের জন্য রিটেন করেছে। অর্থাৎ সেই দিক থেকে দেখতে হলে ২০টা বছর এই টিমেই কেটে যাবে বিরাটের। যে কারণে উচ্ছ্বসিত কিং কোহলি। আরসিবির শেয়ার করা এক ভিডিয়োতে উচ্ছ্বাস প্রকাশ করে বিরাট বলেন, ‘আরসিবি আমাকে আরও তিন বছরের জন্য রিটেন করল, যেটা আগামী বছর থেকে শুরু হবে। এটা বলতে গিয়ে আমি দারুণ উত্তেজিত। খুব ভালো লাগছে। সকলেই জানেন আরসিবি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। অনেকগুলো বছর ধরে টিমটার সঙ্গে আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। আর সেটা দিনে দিনে শক্তিশালী হয়েছে। আরসিবির হয়ে খেলতে গিয়ে আমি যে অনুভূতি পাই সেটা অসাধারণ। আমি আশা করি ভক্তরা এবং সকলেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আগের মতোই যুক্ত থাকবে।’

এই খবরটিও পড়ুন

আইপিএল কেরিয়ারে ইতি টানার আগে একবার ট্রফির স্বাদ পেতে চান বিরাট। সেই প্রসঙ্গে বলেন, ‘পরবর্তী চক্রের মধ্যে একবার অন্তত ট্রফি জিততে চাই। এটাই মূল লক্ষ্য। আমরা নিজেদের সেরাটা তুলে ধরব। যে ভাবে ক্রিকেট খেলি আমরা, সেটা ধরে রেখে সকলকে গর্বিত করব। আমাদের টিমের ফ্যানেদের ধন্যবাদ জানাই। বছরের পর বছর আমাদের সমর্থন করছেন আপনারা। সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি এম চিন্নাস্বামীতে আবার দেখা হবে।’