AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: দিল তো বাচ্চা হ্যায়! হাতের সামনে বেলুন পেতেই যা করলেন বিরাট কোহলি…

বিরাট কোহলি মাঠে যখন থাকেন, সেই সময় যাবতীয় লাইমলাইট থাকে তাঁর উপর। কখনও তাঁর দুরন্ত ব্যাটিং, কখনও তাঁর আগ্রাসী মেজাজে সেলিব্রেশন--- এ সব নিয়ে হয় নানা আলোচনা।

Virat Kohli: দিল তো বাচ্চা হ্যায়! হাতের সামনে বেলুন পেতেই যা করলেন বিরাট কোহলি...
দিল তো বাচ্চা হ্যায়! হাতের সামনে বেলুন পেতেই যা করলেন বিরাট কোহলি...Image Credit: BCCI
| Updated on: Apr 08, 2025 | 6:14 PM
Share

কলকাতা: বয়স তাঁর ৩৬। কিন্তু মন এখনও বাচ্চা। কথা হচ্ছে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। তিনি মাঠে যখন থাকেন, সেই সময় যাবতীয় লাইমলাইট থাকে তাঁর উপর। কখনও তাঁর দুরন্ত ব্যাটিং, কখনও তাঁর আগ্রাসী মেজাজে সেলিব্রেশন— এ সব নিয়ে হয় নানা আলোচনা। জাতীয় দলের ডিউটি হোক বা আইপিএল (IPL), ডিজে যে গান বাজান তার তালে মাঝে মাঝে মাঠের মধ্যে নেচে ওঠেন বিরাট। এই সকল ছবি কোহলি ভক্তদের কাছে বেশ পরিচিত। সোশ্যাল মিডিয়ায় কোহলির তেমনই এক ভিডিয়ো ভাইরাল। যেখানে কোহলির হাতের সামনে আসে একটি বেলুন। তারপর কী করলেন ভারতীয় মহাতারকা?

আইপিএলের ম্যাচে সোমবার ওয়াংখেড়েতে ছিল আরসিবি ও মুম্বইয়ের ম্যাচ। ১২ রানে ওই ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর ম্যাচ শেষে যখন ড্রেসিংরুমে যাচ্ছিলেন বিরাট, তখন গ্যালারিতে থাকা দর্শকদের দিক থেকে একটি হার্ট আকৃতির লাল বেলুন উড়ে আসে তাঁর দিকে। সেটি প্রথমে হাত দিয়ে ধরতে যান বিরাট। এরপর বল জাগলিংয়ের মতো বেলুনটি নিয়ে জাগলিং করতে থাকেন কোহলি। এরপর তা হাত দিয়ে ফের পাঠিয়ে দেন দর্শকদের দিকে।

এ বারের আইপিএলে আরসিবির হয়ে ৪টি ম্যাচে বিরাট কোহলি যথাক্রমে করেছেন – ৫৯*, ৩১, ৭ ও ৬৭। এ মরসুমে ঘরের মাঠে যে একটি ম্যাচ এখনও খেলেছে আরসিবি, তাতে মাত্র ৭ রান করেছিলেন কোহলি। বেঙ্গালুরুর পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার। সেখানে রজত পাতিদারের দলের বিরুদ্ধে খেলবে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। আরসিবি এখনও যে ৪ ম্যাচ খেলেছে তাতে ৩ ম্যাচে জয় ও ১টিতে হারের মুখ দেখেছেন বিরাট-রজতরা।