Virat-Rohit: ওয়ান ডে বিশ্বকাপেও নেই বিরাট-রোহিত! আশঙ্কা প্রাক্তন অধিনায়কের…
ICC Men's ODI World Cup 2027: আইপিএলের আগেই ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। খেতাবের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিরাট ও রোহিত। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও মনে করা হচ্ছে ওয়ান ডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজাও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আইপিএলের আগেই ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। খেতাবের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিরাট ও রোহিত। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও মনে করা হচ্ছে ওয়ান ডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। যদিও ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে তাঁদের দেখা যাবেই, এর নিশ্চয়তা দেখতে পাচ্ছেন না দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেশের জার্সিতে ফের খেলতে দেখা যাবে অগস্টে। বাংলাদেশ সফরে যাবে ভারত। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি তিনটি ওয়ান ডে ম্যাচও রয়েছে। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের সময় কোহলি ৩৯ বছর এবং রোহিতের ৪০ হবে। সে কারণেই বিশ্বকাপে এই দু-জনের খেলা কঠিন বলে মনে করছেন সৌরভ। মাত্র একটা ফরম্যাটে খেলা, এতদিন অবধি ফিটনেস ধরে রাখা কঠিন। এর মধ্যে ইতিবাচক দিক, তাঁরা পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও পাবেন। যদিও সৌরভ মনে করছেন, তরুণদের মাঝে হারিয়ে যাবেন বিরাট-রোহিতরা।
সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘ওদের জন্য বিশ্বকাপ খেলাটা সহজ হবে না। আমি কোনও পরামর্শ দিতে চাই না। তবে বছরে ১৫টা ম্যাচ। ওরাই হয়তো সিদ্ধান্তটা নেবে। কিন্তু এটা বুঝতে হবে, সকলের মতো ওরাও ক্রিকেট থেকে হারিয়ে যাবে।’ ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। ওয়ান ডে বিশ্বকাপ জিতে ক্রিকেটকে বিদায় জানানো লক্ষ্য রোহিতদের।
