Virat Kohli: দিল্লি দা মুন্ডা… ৩০০তম ওডিআই ম্যাচের আগে কী বললেন বিরাট কোহলি?

Mar 02, 2025 | 1:47 PM

Virat Kohli's 300th ODI: ভারতের হয়ে এতদিন অবধি ২৯৯টি ওডিআই ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তাতে কিং কোহলির ঝুলিতে এসেছে ১৪০৮৫ রান। এই ফর্ম্যাটে বিরাট করেছেন ৫১টি সেঞ্চুরি ও ৭৩টি হাফসেঞ্চুরি।

Virat Kohli: দিল্লি দা মুন্ডা... ৩০০তম ওডিআই ম্যাচের আগে কী বললেন বিরাট কোহলি?
দিল্লি দা মুন্ডা... ৩০০তম ODI ম্যাচের আগে কী চলছে বিরাট কোহলির মনে?
Image Credit source: PTI

Follow Us

দুবাই: কিং কোহলির ব্যাট যখন চলতে শুরু করে, থমকে যান প্রতিপক্ষ দলের বোলাররা। দুবাইতে আজ, রবিবার কিউয়িদের বিরুদ্ধে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। এই ম্যাচ বিরাট কোহলির (Virat Kohli) জন্য খুবই বিশেষ। কারণ, আজ তিনি ওডিআই (ODI) কেরিয়ারের ৩০০তম ম্যাচে নামবেন। তার আগে কী চলছে কিং কোহলির মনে? কী বলছেন ভারতীয় তারকা? জেনে নিন বিস্তারিত।

দিল্লির ছেলে বিরাট কোহলি। মাঠে তাঁর আগ্রাসণ টিমকে তাতায়। ইন্সটাগ্রামে আইসিসির শেয়ার করা এক ভিডিয়োতে এ বার কোহলিকে ওই ‘দিল্লি দা মুন্ডা’ (দিল্লির ছেলে) নিয়ে বলতে শোনা গেল। তিনি বলেন, “আমি জানি না সবসময় আমি দিল্লি দা মুন্ডাদের একজন আদর্শ প্লেয়ার কিনা। তবে দিল্লি দা মুন্ডা লাইনটার একটা অর্থ রয়েছে। যা হল সবকিছুর প্রতি চাপমুক্ত মনোভাব থাকা। জীবনের নতুন অভিজ্ঞতা অনেক জায়গায় এসেছে। তাই আমি বলব না যে আমি সবসময় দিল্লিরই ছেলে। তবে কিছু কিছু মুহূর্তে আমি সত্য়িই দিল্লির ছেলে।”

ওই একই ভিডিয়োতে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকেও দিল্লি দা মুন্ডা প্রসঙ্গে বলতে শোনা যায়। তিনি বলেন, “দিল্লির মনোভাব খুবই সহজ। আমরা ক্রিকেট মাঠে নামার সময় প্রতিবার জেতার চেষ্টা করি। দিল্লিতে বেড়ে ওঠার সময় আমাদের এটাই শেখানো হয়েছে।”

বিরাটের মাইলস্টোন ম্যাচে সকলে চাইছেন তাঁর ব্যাটে সেঞ্চুরি দেখতে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে বিরাট সেঞ্চুরি করেছিলেন। এ বার দেখার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির ব্যাটে তিন অঙ্কের রান আসে কিনা।

Next Article