Virat Kohli: আট বছর আগে দু’বার হৃদয় ভেঙেছিল কোহলির, কারণ জানলে কষ্ট পাবেন বিরাটের ভক্তরা

May 18, 2024 | 4:48 PM

বিরাট কোহলি এমন এক ক্রিকেটার, যাঁর নামে ঝুড়ি ঝুড়ি রেকর্ডের থলি রয়েছে। নেই শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফিটা। এ বার আইপিএলে আরসিবির গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিরাট জানালেন, বছর আটেক আগে ২ বার হৃদয় ভেঙেছিল তাঁর। কারণ জানেন?

Virat Kohli: আট বছর আগে দুবার হৃদয় ভেঙেছিল কোহলির, কারণ জানলে কষ্ট পাবেন বিরাটের ভক্তরা
Virat Kohli: আট বছর আগে দু'বার হৃদয় ভেঙেছিল কোহলির, কারণ জানলে কষ্ট পাবেন বিরাটের ভক্তরা
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: সকল ক্রিকেটারের জীবনে একটা কঠিন সময় আসে। যখন কোনও ক্রিকেটার ফর্মে থাকেন না, সমালোচনা সহ্য করতে হয়। ছন্দে ফিরলেই আবার সেই ক্রিকেটারদের ক্রিকেট প্রেমীরা ঈশ্বরের আসনে বসান। ক্রিকেট প্রেমীরা এমনই হন। বিরাট কোহলি (Virat Kohli) এমন এক ক্রিকেটার, যাঁর নামে ঝুড়ি ঝুড়ি রেকর্ডের থলি রয়েছে। নেই শুধু আইপিএল (IPL) ট্রফিটা। এ বার আইপিএলে আরসিবির গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিরাট জানালেন, বছর আটেক আগে ২ বার হৃদয় ভেঙেছিল তাঁর। কারণ জানেন?

সালটা ২০১৬। বিরাট কোহলি জানিয়েছেন, সে বছর তাঁর দু’বার হৃদয় ভেঙেছিল। জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি সেই দুই ঘটনার কথা জানিয়েছেন। কী সেগুলি? এক, ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। দুই, ২০১৬ সালের আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে রানার্স হয়েছিল আরসিবি।

বিরাট কোহলি বলেন, ‘আমার জীবনে ২ বার হৃদয় ভেঙেছিল। আর ২০১৬ সালেই সেটা হয়েছিল। প্রথমটা টি-২০ বিশ্বকাপে এবং তারপর আইপিএল ফাইনালে। টি-২০ বিশ্বকাপে সে বারের হারটা থেকে বেরোতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছিল। কারণ আমার মনে হয়েছিল আমি ভারতকে জেতাতে পারি। কিন্তু তা পারিনি। পরের দিন আমি নিজের রুম থেকেও বেরোতে পারিনি। সময়টা আমার জন্য খুব কঠিন ছিল।’

বিশ্বকাপ হারার ক্ষত বুকে থাকাকালীন দ্বিতীয় বার হৃদয় ভাঙে বিরাটের। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সে বছরই আমরা আইপিএল ফাইনালে হেরেছিলাম। মনে হচ্ছিল যেন এটা লেখাই রয়েছে। আমরা হেরে যাওয়ার পর যখন টিম হোটেলে ফিরেছিলাম সেখানে দেখি বেসমেন্ট পুরো সাজানো ছিল পার্টির জন্য। আমরা যখন সেখানে ফিরেছি, দেখি মাত্র ৪জন বসে রয়েছে।’

আট বছর আগে আইপিএল ট্রফির খুব সামনে পৌঁছে যাওয়ার পরও তা মুঠোয় ভরতে পারেননি বিরাট কোহলি। এই মরসুমে তাঁর আইপিএল জয়ের স্বপ্ন কি পূরণ হবে?

Next Article