Virat Kohli: রাঁচিতে বিরাট কোহলির শাসন! সেঞ্চুরি হাঁকিয়ে প্রমাণ দিলেন রানমেশিনের ধার এখনও কমেনি

IND vs SA, 1st ODI: করবিন বশের বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন বিরাট কোহলি। এরপর দেখতে দেখতে বিরাট করে ফেললেন ওডিআই কেরিয়ারের ৫২তম সেঞ্চুরি। কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে ১০২ বলে হাঁকালেন সেঞ্চুরি।

Virat Kohli: রাঁচিতে বিরাট কোহলির শাসন! সেঞ্চুরি হাঁকিয়ে প্রমাণ দিলেন রানমেশিনের ধার এখনও কমেনি
রাঁচিতে বিরাট কোহলির শাসন, ৯ মাস পর হাঁকালেন দুরন্ত সেঞ্চুরিImage Credit source: PTI, BCCI

Nov 30, 2025 | 5:26 PM

কলকাতা: কিং কোহলি আছেন সিংহাসনেই! হাউসফুল রাঁচির গ্যালারির সামনে রবি-দুপুরটা জমিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০২ বলে হাঁকালেন সেঞ্চুরি। শতরানের পথে কোহলির ব্যাটে এসেছে ৭টি চার আর ৫টি ছয়। করবিন বশের বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন কোহলি। দেখতে দেখতে করে ফেললেন ওডিআই কেরিয়ারের ৫২তম সেঞ্চুরি।

রানমেশিনের ধার কমেনি

দীর্ঘ ৯ মাস পর বিরাট কোহলির ব্যাটে এল সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ২৩ ফেব্রুয়ারি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। হয়েছিলেন ম্যাচের সেরা। সেই দিন থেকে যদি ফেরা যায় বর্তমানে, কিং কোহলির ব্যাটের ধার যে কমেনি তা আবারও একবার প্রমাণিত হল। দেশের জার্সিতে তিন ফর্ম্যাট মিলিয়ে এটি কোহলির ৮৩তম শতরান। ধোনির শহরে বিরাটের সেঞ্চুরি পূর্ণ হতেই হাউসফুল গ্যালারিতে থাকা দর্শকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

বিরাটের বিশাল ইনিংস!

রাঁচিতে যশস্বীর উইকেট পড়ার পর নামেন বিরাট। রোহিতের সঙ্গে জুটিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রোহিত-বিরাটের জুটিতে ওঠে ১৩৬ রান। এরপর দ্রুত তিনটে আরও উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে বিরাটকে দেখেই বোঝা যাচ্ছিল, তাঁকে ক্রিজ থেকে টলানো এতটাও সহজ নয়। হলও সেটাই। এরপর পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট।

ডাবল সেঞ্চুরি হল না…

সেঞ্চুরির পর কোহলি যেন অন্য গিয়ার বেছে নেন। পরের কয়েকটা ওভারে একের পর এক চার আর ছয় মারতে থাকেন। যে গতিতে বিরাট এগোচ্ছিলেন, ক্রিকেট প্রেমীরা ভাবছিলেন ২০০ লোডিং। কিন্তু শেষ অবধি তেমনটা হল না। ১২০ বলে ১৩৫ রান করে থামলেন বিরাট। এই ইনিংস তিনি সাজালেন ১১টা চার ও ৭টি ছয় দিয়ে। ৪৩তম ওভারে কোহলির উইকেট তুলে নেন নান্দ্রে বার্গার।