Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ODI-তে ‘বিরাট-রাজ’, রিকি পন্টিংকে ছাপিয়ে গেলেন কোহলি

ICC Champions Trophy 2025: আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এক কীর্তি গড়েছেন। তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। এবং ছাপিয়ে গিয়েছেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে।

Virat Kohli: ODI-তে 'বিরাট-রাজ', রিকি পন্টিংকে ছাপিয়ে গেলেন কোহলি
ODI-তে 'বিরাট-রাজ', রিকি পন্টিংকে ছাপিয়ে গেলেন কোহলিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 04, 2025 | 8:55 PM

দুবাই: বাইশ গজে বিরাট কোহলি (Virat Kohli) নামবেন, আর কোনও রেকর্ড গড়বেন না, তাও আবার হয় নাকি! হচ্ছেও না। যত দিন যাচ্ছে বিরাট আর রেকর্ড একে অপরের পরিপূরক হয়ে উঠছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) প্রতি ম্যাচেই কিছু না কিছু রেকর্ড গড়েছেন কিং কোহলি। সেমিফাইনাল ম্যাচও বাদ গেল না। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এক কীর্তি গড়েছেন। এবং ছাপিয়ে গিয়েছেন অজি কিংবদন্তি রিকি পন্টিংকে।

জানেন কী সেই কীর্তি? আসলে চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফিল্ডিং করছেন বিরাট। তিনি বরাবরই ফিল্ডিংয়ে অত্যন্ত ভালো। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের জন্যও কঠোর অনুশীলন করেন কোহলি। তার ছাপ মাঠে নেমে পানও। ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড রয়েছে মাহেলা জয়বর্ধনের ঝুলিতে। এতদিন তাঁর পরেই ছিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। এ বার সেই জায়গা দখল করলেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ২টি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। সেই সুবাদে রিকি পন্টিংয়ের নেওয়া ১৬০টি ক্যাচের রেকর্ড ছাপিয়ে গিয়েছেন বিরাট। অজি তারকা জশ ইংলিশ ও নাথান এলিসের ক্যাচ নেন বিরাট। এখন তাঁর ঝুলিতে ওডিআইতে ১৬১টি ক্যাচ রয়েছে। এর আগে চলতি মিনি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ নিয়ে ওডিআইতে ভারতীয় ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড গড়েন কোহলি। ছাপিয়ে যান দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে।

ওডিআইতে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন যে ৫ ক্রিকেটার (উইকেটকিপার নন এমন ক্রিকেটারদের তালিকা) —

১) মাহেলা জয়বর্ধনে – ৪৪৮টি ম্যাচে ২১৮টি ক্যাচ

২) বিরাট কোহলি – ৩০১টি ম্যাচে ১৬১*টি ক্যাচ

৩) রিকি পন্টিং – ৩৭৫টি ম্যাচে ১৬০টি ক্যাচ

৪) মহম্মদ আজহারউদ্দিন – ৩৩৪টি ম্যাচে ১৫৬টি ক্যাচ

৫) রস টেলর – ২৩৬টি ম্যাচে ১৪২টি ক্যাচ