
কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) একসঙ্গে দেখলে তাঁদের অনুরাগীদের মন ভালো হয়ে যায়। কোহলির পাশে যেন সব সময় ছায়ার মতো থাকেন অনুষ্কা। তাই বলা যায় অনুষ্কা একদিকে বিরাটের জীবনসঙ্গী, অর্ধাঙ্গিনী। আর অপরদিকে কোহলির ছায়াসঙ্গীও অনুষ্কা। আরসিবির আইপিএল ট্রফির খরা এ বার কাটার পথে। ১৮তম আইপিএল ট্রফি হাতে তুলে নিতে মরিয়া ১৮ নম্বর জার্সির আইকন বিরাট কোহলি। মুল্লানপুরে পঞ্জাব কিংসকে যে কারণে হারানোর পর খুশিতে ডগমগ হতে দেখা যায় বিরাটকে। ম্যাচ জেতার পরই তিনি স্ট্যান্ডে থাকা বলিউড তারকা, অনুষ্কা শর্মা, যিনি কোহলির স্ত্রী তাঁর দিকে এক ইশারা করেন। আর তা দেখে আত্মহারা হয়ে ওঠেন অনুষ্কা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আরসিবি ম্যাচ জেতার পর অনুষ্কাকে লক্ষ্য করে কোহলি ইশারা করেন যে, আর একটা ম্যাচ জেতা বাকি। সেই সময় অনুষ্কাকে বাঁধনহারা খুশিতে মেতে উঠতে দেখা যায়। তাঁর অভিব্যক্তিতে উচ্ছ্বাস উপচে পড়ে।
Virat Kohli saying to Anushka Sharma that we are one more win away from IPL Trophy 🏆 pic.twitter.com/Hhl5AfxOAU
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) May 29, 2025
From doubted to destined. RCB’s in the IPL 2025 FINAL after a lot of grit, grind and glorious cricket! 🔥👑
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 29, 2025
এই প্রথম বার স্টেডিয়ামে অনুষ্কাকে ভালোবাসা জাহির করলেন বিরাট, তেমনটা নয়। কিং কোহলিকে প্রায়শই দেখা গিয়েছে তাঁর রাণীকে মাঠেও স্পেশাল ফিল করাতে। এই তো আইপিএলে আরসিবির গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে বিরাটরা হারানোর পর দেখা গিয়েছিল অনুষ্কাকে উড়ন্ত চুমু দিচ্ছেন কোহলি। পাল্টা উড়ন্ত চুমু এঁকে দেন অনুষ্কাও। এ বার ফের সেই জুটির ম্যাজিক্যাল মুহূর্তের সাক্ষী রইলেন তাঁদের অনুরাগীরা।