Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Virat Kohli: বিরাটের মাইনে ২১ কোটি, পাবেন মাত্র ১৩! কোহলির বেতন কেন কমছে?

Royal Challengers Bengaluru: বিরাট কোহলি, রজত পাতিদার এবং যশ দয়াল। এর মধ্য়ে রজত পাতিদারকে ক্যাপ্টেন করা হয়েছে। আরসিবির সবচেয়ে দামি অবশ্য কিংবদন্তি বিরাট কোহলিই। তাঁকে ২১ কোটিতে রেখেছে আরসিবি। যদিও কিং কোহলি পাবেন মাত্র ১৩ কোটি!

IPL 2025, Virat Kohli: বিরাটের মাইনে ২১ কোটি, পাবেন মাত্র ১৩! কোহলির বেতন কেন কমছে?
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 4:50 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি দলই অন্তত একটি করে ম্যাচ খেলে ফেলেছে। অনেকে আবার দুটো ম্যাচও। চিপকে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। আইপিএলের মেগা অকশনের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ বার মাত্র তিনজন ক্রিকেটারকে রিটেন করেছিল। তাঁরা হলেন বিরাট কোহলি, রজত পাতিদার এবং যশ দয়াল। এর মধ্য়ে রজত পাতিদারকে ক্যাপ্টেন করা হয়েছে। আরসিবির সবচেয়ে দামি অবশ্য কিংবদন্তি বিরাট কোহলিই। তাঁকে ২১ কোটিতে রেখেছে আরসিবি। যদিও কিং কোহলি পাবেন মাত্র ১৩ কোটি!

এ মরসুমে জয় দিয়ে অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচেই দেখা গিয়েছে ১৮ নম্বর জার্সির দাপট। কলকাতার ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইট রাইডার্সকে হারিয়ে অভিযান শুরু করেছিল আরসিবি। আর তাদের জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কিং কোহলি। এ বার আসা যাক কোহলির বেতন প্রসঙ্গে।

আইপিএলে প্রতি বছরই বিরাট কোহলির বেতন বেড়েছে। আইপিএলের জন্মলগ্ন অর্থাৎ ২০০৮ সাল থেকেই খেলছেন বিরাট কোহলি। সে সময় তরুণ বিরাট কোহলির বেতন ছিল মাত্র ১২ লক্ষ টাকা। ২০১১ থেকে ২০১৩-তে যা বেড়ে দাঁড়ায় ৮.২৮ কোটিতে। এরপর ১২.৫ কোটি। ২০১৮ থেকে ২০২১ অবধি পেতেন ১৭ কোটি। এবার সেটা ২১ কোটি। যদিও ট্যাক্সের কারণে বিরাট পাবেন মাত্র ১৩ কোটি! এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

ভারতের আয়কর আইনের (১৯৬১) ২৮ ধারা অনুযায়ী, আইপিএলের আয় পেশাগত বা ব্যবসায়িক উপার্জন হিসেবে ধরা হয়। যা ট্যাক্সের সর্বোচ্চ ব্র্যাকেটে রয়েছে। ১৫ লক্ষ টাকার উপর আয়ে বেস ট্যাক্স ৩০ শতাংশ। অর্থাৎ ৬.৩ কোটির মতো। ৫ কোটির উপর আয়ের ক্ষেত্রে যোগ হয় সারচার্জও। যা প্রায় ১.৫৭৫ কোটির মতো। পুরো ট্যাক্স অ্যামাউন্টের সেস ৪ শতাংশ, অর্থাৎ ৩১ লক্ষর মতো। অর্থাৎ এর পাশাপাশি অন্যান্য সমস্ত ট্যাক্স কেটে বিরাট কোহলি পাবেন ১৩ কোটির মতো।