Virat Kohli: আয় কোটি কোটি, রোহিত-বিরাট বছরে কত ট্যাক্স দেন?

Virat Kohli to Sourav Ganguly: বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা বছরে কোটি কোটি টাকা উপার্জন করেন। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য কিংবা বহু বছর আগে অবসর নিয়েছেন, তাঁদের আয়ও কম নয়। আচ্ছা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স কে দেন?

Virat Kohli: আয় কোটি কোটি, রোহিত-বিরাট বছরে কত ট্যাক্স দেন?
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 12:30 AM

ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, সকলকে একসূত্রে বাঁধার মাধ্যমও। ক্রিকেটারদের ঈশ্বরের আসনে বসানো হয়। বলিউড তারকার চেয়েও ক্রিকেটারদের নিয়ে উন্মাদনা অনেক অনেক বেশি। স্বাভাবিক ভাবেই তাঁদের আয়ও বেশি। সংক্ষিপ্তি কেরিয়ারেও ক্রিকেটাররা কোটি কোটি উপার্জন করেন। এমনকি অনেক ক্রিকেটার শুধুমাত্র ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল খেলেও কয়েক কোটি উপার্জন করেন বছরে। আর বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা বছরে কোটি কোটি টাকা উপার্জন করেন। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য কিংবা বহু বছর আগে অবসর নিয়েছেন, তাঁদের আয়ও কম নয়। আচ্ছা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স কে দেন?

এ বারের আর্থিক বর্ষের হিসেব অনুযায়ী, ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স দেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি। মাঝে তিন বছর তাঁর ব্যাটে সেঞ্চুরির খরা থাকলেও ধারাবাহিক চেষ্টা করে দিয়েছেন। বিরাটের ব্র্য়ান্ড ভ্যালু কমেনি। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ফাইনালের মঞ্চে ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট। ট্যাক্সের ক্ষেত্রেও কার্পণ্য করেন না বিরাট কোহলি। তথ্য অনুযায়ী, এই আর্থিক বর্ষে ৬৬ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন বিরাট কোহলি।

অবাক হলেও প্রথম পাঁচে নেই ভারতের ওয়ান ডে ও টেস্ট ক্য়াপ্টেন রোহিত শর্মা! বিরাটের সঙ্গে আর কারা রয়েছেন তালিকায়? বিরাট শীর্ষে। এরপরই রয়েছেন জোড়া বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৮ কোটি টাকা ট্য়াক্স দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক। তিন নম্বরে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি ২৮ কোটি ট্যাক্স দিয়েছেন। তালিকায় সচিনের ওপেনিং সঙ্গীও রয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি ২৩ কোটি ট্যাক্স দিয়েছেন। তালিকায় মঞ্চম স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর ট্যাক্স দেওয়ার পরিমান ১৩ কোটি টাকা।