Virat-Shami: ভিডিয়ো: সবার উপরে… সামির মাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম বিরাট কোহলির

Watch Video: দুবাইতে রবিবার মিনি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে বাঁধনছাড়া উচ্ছ্বাস। প্রত্যেক ক্রিকেটার পরিবার, নিকটজনের সঙ্গে নিজেদের জয় যে সময় ভাগ করে নিচ্ছিলেন, তখনই মহম্মদ সামির (Mohammed Shami) মাকে দেখে তাঁর দিকে এগিয়ে আসেন বিরাট কোহলি (Virat Kohli)।

Virat-Shami: ভিডিয়ো: সবার উপরে... সামির মাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম বিরাট কোহলির
সবার উপরে... সামির মাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম বিরাট কোহলিরImage Credit source: BCCI

Mar 10, 2025 | 5:10 PM

দুবাই: ভারতীয় টিমের প্রত্যেক ক্রিকেটারের মধ্যে একটা আলাদা বন্ডিং রয়েছে। দল হারুক বা জিতুক, টিমের ক্রিকেটাররা সংঘবদ্ধ থাকেন। একে অপরের সাফল্যে যেমন খুশিতে মেতে ওঠেন, তেমনই কোনও ক্রিকেটার ভালো পারফর্ম না করতে পারলে অন্য ক্রিকেটার সাহায্যের হাত বাড়ান, ভরসা জোগান। দুবাইতে রবিবার মিনি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরে বাঁধনছাড়া উচ্ছ্বাস। প্রত্যেক ক্রিকেটার পরিবার, নিকটজনের সঙ্গে নিজেদের জয় যে সময় ভাগ করে নিচ্ছিলেন, তখনই মহম্মদ সামির (Mohammed Shami) মাকে দেখে তাঁর দিকে এগিয়ে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন বিরাট। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি, ভিডিয়ো।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মাঠের মধ্যে বিরাটকে নিয়ে মহম্মদ সামি যান তাঁর মায়ের কাছে। তাঁকে দেখামাত্রই পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিরাট। নিজের ছেলের মতোই বিরাটকেও দু-হাত ভরে আশীর্বাদ করেন সামির মা। সকলের কাছে মা তো সবার ঊর্ধ্বে। যে কারণে সামির মাকে সামনে দেখে স্বাভাবিকভাবেই এগিয়ে গিয়ে আবেগী হয়ে পড়েন বিরাট।


শুধু তাই নয়, সামির পরিবারের সকলের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন বিরাট। ভারতের প্রাক্তন অধিনায়কের এই অভিব্যক্তি সকলের মন জয় করে নিয়েছে। একইসঙ্গে সামির সঙ্গে যে বিরাটের ভালো সম্পর্ক রয়েছে, সেটাও বোঝা গিয়েছে। ওই ভাইরাল ভিডিয়োতে প্রচুর লাইক, কমেন্টও পড়েছে।