Virat Kohli: ২২ গজের পর মাঠের বাইরেও কিং কোহলির চোখরাঙানি সইতে হল খলিলকে, তারপর…

Mar 29, 2025 | 10:54 AM

Watch Video: আরসিবির ইনিংস চলাকালীন কোহলি চোখ রাঙিয়েছিলেন খলিলকে। বিষয়টা সেখানেই থেমে থাকেনি। ম্যাচের শেষেও কোহলিকে বেশ উত্তেজিত অবস্থায় খলিলের সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাটকে।

Virat Kohli: ২২ গজের পর মাঠের বাইরেও কিং কোহলির চোখরাঙানি সইতে হল খলিলকে, তারপর...
২২ গজের পর মাঠের বাইরেও কিং কোহলির চোখরাঙানি সইতে হল খলিলকে, তারপর...
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: বিরাটের ‘কোহলিয়ানা’র ছাপ মিলছে ১৮তম আইপিএলে। আইপিএলের (IPL) ম্যাচে শুক্র-রাতে চেন্নাই সুপার কিংসের গড়ে ঢুকে আরসিবি ৫০ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। জোড়া জয়ে খুশির হাওয়া বইছে বেঙ্গালুরু শিবিরে। এরইমাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলির (Virat Kohli) কিছু ভিডিয়ো। যার একটিতে দেখা যায়, খলিল আহমেদের সঙ্গে বেশ অভিব্যক্তি প্রকাশ করে কথা বলছেন বিরাট। প্রথমত, আরসিবির ইনিংস চলাকালীন কোহলি চোখ রাঙিয়েছিলেন খলিলকে। বিষয়টা সেখানেই থেমে থাকেনি। ম্যাচের শেষেও কোহলিকে বেশ উত্তেজিত অবস্থায় খলিলের সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাটকে। যা দেখে নেটিজ়েনদের মধ্যে শোরগোল পড়েছে।

বিরাট যে সময় ব্যাটিং করছিলেন, তখন সিএসকের পেসার খলিল চেষ্টা করছিলেন, তাঁকে চাপে ফেলার। সেই সময় কোহলি চোখে চোখ রেখে খলিলকে বুঝিয়ে দিয়েছিলেন, তাঁকে চাপে ফেলে লাভ নেই। তিনি ব্যাট দিয়ে জবাব দিতে জানেন। ৩০ বলে ৩১ রান করেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়। এ তো গেল ম্যাচের কথা। ম্যাচের শেষেও বিরাটকে দেখা যায় খলিলকে কিছু বলছেন।

এই খবরটিও পড়ুন

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ম্যাচের শেষে বিরাট হাসতে হাসতে কথা বলছেন রবীন্দ্র জাডেজার সঙ্গে। পাশেই ছিলেন যশ দয়াল। এরপর সঙ্গে সঙ্গে সিরিয়াস মুখ করে কোহলিকে কথা বলতে দেখা যায়। একটু পর দেখা যায় তাঁর সামনে এসেছেন খলিল। তিনি মুখ ঢাকার চেষ্টা করেন। তাঁদের কী কথোপকথন হয়েছিল, তা জানা যায়নি। তবে বিরাটের হাবভাব দেখে মনে হচ্ছিল তিনি খলিলকে ওয়ার্নিং দিচ্ছিলেন।

আপাতত জোড়া জয়ের পর পয়েন্ট টেবলের শীর্ষে আরসিবি। ২ ম্যাচে রজত পাতিদারের দলের ঝুলিতে ৪ পয়েন্ট।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

Next Article