Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Protest: বাংলাদেশে উল্লাসে ‘বিরাট কোহলি’! ভিডিয়ো ভাইরাল

Virat Kohli's Doppelganger: বাংলাদেশে চারিদিকে উল্লাসের মেজাজ। এর মধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল, যেখানে দাবি করা হয়, বাংলাদেশের উল্লাসে সামিল বিরাট কোহলি! অনেকেই সেই ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো।

Bangladesh Protest: বাংলাদেশে উল্লাসে 'বিরাট কোহলি'! ভিডিয়ো ভাইরাল
Image Credit source: ScreenGrab, PTI
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 11:28 PM

বাংলাদেশে প্রতিবাদের আগুন জ্বলছে। দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আসেন। বাংলাদেশের নানা ভিডিয়ো ভাইরাল হয়। সারা দেশে নানা ঘটনা ঘটছে। প্রাক্তন ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজার বাড়িতে আগুন জ্বালানো হয়। বাংলাদেশে চারিদিকে উল্লাসের মেজাজ। এর মধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল, যেখানে দাবি করা হয়, বাংলাদেশের উল্লাসে সামিল বিরাট কোহলি! অনেকেই সেই ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। আসল ঘটনা যদিও অন্য।

বাংলাদেশের উল্লাসের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ পরা একজন উচ্ছ্বাসে মেতেছেন। স্লোগানেও গলা মেলান। একদম বিরাট কোহলির মতোই দেখতে একজন। বিরাটের মতো দেখতে অনেকেই রয়েছেন। শুধু তিনিই নন, সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ানদেরও এমন ডুপ্লিকেট রয়েছে। অনেক মাঠেই ম্যাচের সময় গ্যালারিতে তাঁদের দেখা যায়। অনেকে ভুল করে আসল ভেবে সেলফিও তোলেন। কেউ বা স্রেফ মজা করে ছবি তোলেন। বাংলাদেশের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে যে বিরাটের মতো দেখতে একজনই এ আর নতুন করে বলার নয়। সোশ্যাল মিডিয়ায় অবশ্য ঝড় তুলেছে এই ভিডিয়ো।

ভারতীয় ক্রিকেট দল রয়েছে শ্রীলঙ্কায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছে ভারত। ওয়ান ডে সিরিজে ব্যস্ত বিরাট-রোহিতরা। প্রথম ওয়ান ডে-তে ২৩১ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল ভারত। যদিও ২৩০ রানেই অলআউট। প্রথম ওয়ান ডে টাই হয়। দ্বিতীয় ওয়ান ডে-তে স্পিনের ফাঁদে ভারতীয় দল। বিরাট কোহলিও রান পাননি। ভারত ম্যাচ হেরে সিরিজে ০-১ পিছিয়ে। বুধবার সিরিজের শেষ ওয়ান ডে।