কলকাতা: কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ভারতে আইসিসি ট্রফি না এলেও তাঁর ঝুলিতে ক্রিকেটার হিসেবে এই দুই ট্রফি রয়েছে। তবে দীর্ঘ ১৭ বছর আগে বিরাটের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই টিমে কোহলির সঙ্গে খেলা অনেক ক্রিকেটার এখনও পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত। এ বার কোহলির সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এক সতীর্থর আম্পায়ারিংয়ে হাতেখড়ি হতে চলেছে। কে তিনি?
বিরাট কোহলি যে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, সেই টিমের সদস্য ছিলেন তন্ময় শ্রীবাস্তব। সেবার টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন তন্ময়। এরপর আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এরপর মাত্র ৩০ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কেন এই তন্ময় শ্রীবাস্তবকে নিয়ে আলোচনা? কারণ, এ বার তাঁরই আম্পায়ারিংয়ে হাতেখড়ি হতে চলেছে।
বছর ৩৫ এর তন্ময় ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সদ্য বোর্ডের আম্পায়ারিং পরীক্ষায় পাশ করেছেন। এ বার তাই বোর্ডের থেকে তিনি পেয়েছেন আইপিএলে ম্যাচ পরিচালনা করার ছাড়পত্র। ক্রিকেট ছেড়েও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা তন্ময় বলেছেন, “ক্রিকেটার হিসেবে সেরা সময়টা কাটিয়ে ফেলেছি, বুঝতে পারার পর আমি অবসর সরে দাঁড়িয়েছিলাম। আইপিএলে খেলা আমার পক্ষে আর সহজ ছিল না। মনে প্রশ্ন এসেছিল ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যেতে চাই, নাকি দ্বিতীয় ইনিংসের পথে হাঁটতে চাই? আমি ওই সময় দ্বিতীয় ইনিংস সফল করাটাই বেছে নিয়েছিলাম।”
তন্ময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া অতটাও সহজ ছিল না। তিনি জানান, এ বিষয়ে তাঁকে সাহায্য করেছিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। তিনি বলেন, “আমি শুক্ল স্যারকে বলেছিলাম, ক্রিকেট খেলার বাইরে ক্রিকেট নিয়ে আমি কিছু করতে চাই। তখন আমার বয়স ৩০ শুনে তিনি অবাক হয়েছিলেন। এরপর আমাদের আলোচনা হয়। এনসিএতে লেভেল ২ এর কোচিং কোর্স করেছি আমি। জানতাম আমি যে এতে ফিল্ডিং কোচের বেশি কিছু করতে পারব না। তাই আম্পায়ারিংয়ে মনঃসংযোগ করি। আম্পায়ারিংয়ের পরীক্ষায় জন্য পড়াশুনা খুবই কঠিন। রাত জেগে পড়তাম আমি। আইন এবং সেগুলোর প্রভাব নিয়ে খুব খুঁটিয়ে জানতে হয়েছে।”
তন্ময় জানিয়েছেন, বন্ধু বিরাটের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে। এ বার দেখার বন্ধু কোহলির আরসিবির কোনও ম্যাচেই তন্ময়ের আইপিএলে আম্পায়ারিংয়ের ডেবিউ হয় কিনা।