Virender Sehwag: গাড়িতেই স্ত্রীর সঙ্গে ঝগড়া বীরেন্দ্র সেওয়াগের! ভিডিয়ো ভাইরাল
Virender Sehwag and Aarti: সর্বভারতীয় সংবাদমাধ্যমের নানা খবর অনুযায়ী, বীরেন্দ্র সেওয়াগ ও স্ত্রী আরতী আলাদা থাকছেন। শীঘ্রই তাঁদের ডিভোর্স হতে চলেছে বলেও খবর। এর মাঝেই ফের শিরোনামে দেশের এই প্রাক্তন ক্রিকেটার।

গত কয়েক সপ্তাহ ধরেই শিরোনামে বীরেন্দ্র সেওয়াগ। ভারতের অন্যতম সেরা ওপেনার। ওয়ান ডে হোক বা টেস্ট ফরম্যাট। তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটার খুবই কম এসেছে। এখন অবশ্য ক্রিকেটীয় কারণে আলোচনায় নন বীরু। তাঁর ডিভোর্সের খবর আলোচনায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের নানা খবর অনুযায়ী, বীরেন্দ্র সেওয়াগ ও স্ত্রী আরতী আলাদা থাকছেন। শীঘ্রই তাঁদের ডিভোর্স হতে চলেছে বলেও খবর। এর মাঝেই ফের শিরোনামে দেশের এই প্রাক্তন ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো। যেখানে গাড়ির মধ্যেই বচসায় জড়িয়েছেন বীরেন্দ্র সেওয়াগ ও স্ত্রী আরতী। স্বাভাবিক ভাবেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে বীরেন্দ্র সেওয়াগের এই দাম্পত্য কলহের ভিডিয়ো। আদৌ কি এই ভিডিয়ো সত্যি? ভিডিয়োটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) দিয়ে তৈরি। অতীতে তাঁরা গাড়িতে একসঙ্গে বহু জায়গাতেই গিয়েছেন। তখনকার একটি ভিডিয়োকেই AI-র মাধ্যমে ঝগড়ার রূপ দেওয়া হয়েছে।
ভারতের অন্যতম কিংবদন্তি এই ক্রিকেটার ২০০৪ সালে আরতীকে বিয়ে করেন। প্রায় ২১ বছরের সম্পর্ক হঠাৎই ভাঙনের পথে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। এমনকি দু-জনের পোস্টে এখন আর একসঙ্গে কোনও ছবি, ভিডিয়ো দেখা যায় না। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে অবশ্য এই বিচ্ছেদের খবর হতাশার।
View this post on Instagram