IPL 2021: কার্তিকই আসল দোষী, বলছেন বীরু

কেন বীরুর কাছে আসল দোষী কার্তিক, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

IPL 2021: কার্তিকই আসল দোষী, বলছেন বীরু
রবিচন্দ্রন অশ্বিন আর ইওন মর্গ্যান বিতর্ক (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 6:56 PM

দুবাই: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আর ইওন মর্গ্যান (Eoin Morgan) বিতর্কে ‘আসল দোষী’ দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এমনই বলছেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। কেকেআর-দিল্লি ম্যাচের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন অশ্বিন। নিজের দোষ তিনি কোনও ভাবেই মানতে রাজি নন। টুইটারের তার ব্যাখ্যাও দিয়েছেন। উল্টে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অফস্পিনার।

বীরু রাখঢাখ না করেই বলেছেন, ‘ওই ঘটনায় আসল দোষী যদি কাউকে বলতে হয়, সেটা দীনেশ কার্তিক। ও যদি না বলত, মর্গ্যান কী বলেছে, তা হলে ঘটনাটা নিয়ে বিতর্ক শুরু হত না। যদি ও বলত, তেমন কিছু ঘটেনি, কথা কাটাকাটি, খেলায় তো এমন হয়েই থাকে। তা হলে কিন্তু এত জলঘোলা হত না। কে কী ভাবছে, এ নিয়ে এত ব্যাখ্যার কোনও প্রয়োজন ছিল না।’

ম্যাচের পর ভার্চুয়াল প্রেস মিটে কেকেআরের উইকেট কিপার কার্তিক বলেছিলেন, ‘রাহুল ত্রিপাঠীর থ্রো পন্থের ব্যাটে লেগেছিল। তারপরই ঝামেলার সূত্রপাত। অশ্বিন তখন ঝামেলার মধ্যে ঢুকে পড়ছিল। মর্গ্যান ওটা মানতে পারেনি। ও এমন একজন, যে ফিল্ডারের থ্রো ব্যাটে কিংবা প্যাডে লাগলে আর রান নেয় না। স্পোর্টসম্যান স্পিরিটের বিরুদ্ধে যায় বলে।’

কেন বীরুর কাছে আসল দোষী কার্তিক, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। শেওয়াগের কথায়, ‘আমি যখন পঞ্জাবের হয়ে খেলতাম, তখনও অশ্বিন-ম্যাক্সওয়েলে এমনই একটা ঘটনা ঘটেছিল। কিন্তু আমি এ নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি। ওই ঘটনার জেরে ধোনি খুব রেগে গিয়েছিল। অশ্বিনকে তিরস্কারও করেছিল।’

মাঠের ঝামেলা বরাবরই মাঠেই রেখে আসেন ক্রিকেটাররা, এমনই বলছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। বীরুর কথায়, ‘মাঠের ভিতরে যা ঘটছে, মাঠের ভিতরেই রেখে আসা উচিত। যদি মাঠের ভিতরের গল্প এ ভাবে বাইরে আসতে শুরু করে, তা হলে এইরকম ঘটনা অহরহ ঘটবে। সেটা কিন্তু রোজ ক্রিকেটে বিতর্ক জন্ম দেবে।’

মাঠে সে দিন অবশ্য কার্তিকই এগিয়ে গিয়ে ঝামেলা মিটিয়েছিলেন। অশ্বিনকে ঠান্ডা করেন। মর্গ্যানকে চুপ করান। না হলে পরিস্থিতি আরও খারাপ হত। যা বীরুর চোখ এড়ায়নি। কিন্তু যিনি ঝামেলা মেটালেন, তিনিই কেন জলঘোলা করলেন আরও, তা নিয়েই যত অভিযোগ বীরুর।

আরও পড়ুন: IPL 2021: মর্গ্যান-সাউদি উত্তপ্ত বাক্য বিনিময় কাণ্ডে টুইটারে সরব অশ্বিন