India vs West Indies: শেষ ভালোই লক্ষ্য, খোলসা করলেন তরুণ ওপেনার

পরিস্থিতির সঙ্গে লড়াই করার নানা পরামর্শ দেন রাহুল স্যর

India vs West Indies: শেষ ভালোই লক্ষ্য, খোলসা করলেন তরুণ ওপেনার
খোশমেজাজে ভারতীয় শিবির। Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2022 | 9:45 AM

পোর্ট অব স্পেন : সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। তৃতীয় ম্যাচ জিতে ৩-০ লক্ষ্য। শেষ ওয়ান ডে তে বেশ কিছু পরিবর্তনও দেখা যেতে পারে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ (INDvWI) দুই শিবিরেই। ওয়েস্ট ইন্ডিজ একাদশে ফিরছেন অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। কিমো পল এবং তরুণ ব্যাটসম্যান কেসি কার্টিকেও সুযোগ দেওয়া হতে পারে। তেমনই ভারতীয় শিবিরে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) একাদশে ফিরতে পারেন। এই সিরিজে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ডেপুটি করা হয়েছিল জাডেজাকে। চোটের জন্য প্রথম দু ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। সামনে টি ২০ সিরিজও রয়েছে। সে কথা ভেবেও পরীক্ষার পথে হাঁটতে পারে ভারত। প্রথম দু ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। সেই ছন্দ বজায় রাখাতেই নজর থাকবে।

দীর্ঘ সময় পর একদিনের ক্রিকেটে ফিরেছেন শুভমন গিল। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিংয়ে বেশ কিছু বিকল্প ছিল। সুযোগ দেওয়া হয় শুভমনকেই। দু ম্যাচেই ব্যাট হাতে ভরসা দিয়েছেন। প্রথম ম্যাচে অর্ধশতরান করেন। দ্বিতীয় ম্যাচেও ভালো শুরু করেন। তৃতীয় ওয়ান ডে তে আরও বড় ইনিংস খেলার বিষয়ে আশাবাদী শুভমন। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতের। সাংবাদিক সম্মেলন করেন শুভমন। ৬৪ এবং ৪৩-র ইনিংসে খুশি হলেও, লক্ষ্য বড় শুভমনের। হাতে পাওয়া সুযোগ নষ্ট করতে নারাজ এই তরুণ ওপেনার। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে জানালেন, ‘গত দুই ইনিংস আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আশা করছি, তৃতীয় ম্যাচে আরও বড় স্কোর করতে পারব। ৪০, ৫০-র ইনিংস গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে আমার উপর ভরসা রেখেছে। কিছুটা মর্যাদা রাখতে পারায় ভালো লাগছে। তবে ভালো শুরু করেও শতরানে পৌঁছতে পারিনি।’

অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং করে উচ্ছ্বসিত শুভমন। অভিজ্ঞ ওপেনারের থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন, এমনটাই জানালেন। শুভমন আরও বলেন, ‘শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। পিচ খুবই ভালো। বল ব্যাটে আসছে। তবে বল পুরনো হলে রান করা কিছুটা কষ্টকর। দ্বিতীয় ম্যাচে ৩০০-র উপর রান তাড়া করে জেতাটা দারুণ বিষয়।’ যুব দলে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছিলেন দ্রাবিড়ের কোচিংয়েই। সিনিয়র দলেও রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পেয়েছেন। কিংবদন্তি রাহুল দ্রাবিড় সম্পর্কে অফুরন্ত প্রশংসা শুভমনের। বলছেন, ‘কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে প্রচুর কথা হয়। বিক্রম স্যর ব্যাটিং টেকনিকে সমস্যা থাকলে শুধরে দেন। পরিস্থিতির সঙ্গে লড়াই করার নানা পরামর্শ দেন রাহুল স্যর। এই সিরিজ যে কোনও দিকেই যেতে পারত। দুটি ম্যাচই রুদ্ধশ্বাস হয়েছে। দলের দৃষ্টিভঙ্গিতে বলতে পারি, তৃতীয় ম্যাচ জিতে সেই ছন্দই বজায় রাখতে চাই।’