কলকাতা: চিন্নাস্বামীতে আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবলের সেকেন্ড বয় হয়েছেন শ্রেয়স আইয়াররা। কেকেআরের তারকা অলরাউন্ডার সুনীল নারিন কেরিয়ারের ৫০০তম টি-২০ ম্যাচে অনবদ্য পারফর্ম করেন। আরসিবি বনাম কেকেআর (RCB vs KKR) ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেট প্রেমীরা বিরাট-গৌতমের ঝামেলা দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু সে গুড়ে বালি! গুড ফ্রাইডে-তে আইপিএল ম্যাচের আগে বার বার কোহলি বনাম গম্ভীর দ্বৈরথ নিয়ে আলোচনা চলছিল। কিন্তু ম্যাচে যেন অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল।
বিরাট ও গৌতম একে অপরকে আলিঙ্গন করেছেন। হেসে কথা বলেছেন। অনেকের নিজের চোখকে বিশ্বাসও হচ্ছিল না। বিরাট ও গৌতমের ঝামেলা গত আইপিএলে মারাত্মক আকার নিয়েছিল। এ বার অবশ্য তেমন কিছু দেখা যায়নি। বরং তাঁদের একসঙ্গে হাসিমুখে দেখে অনেকেই খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের ছবি, ভিডিয়ো। কলকাতা পুলিশের পক্ষ থেকেও তাঁদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। সেটিও বেশ ভাইরাল হয়েছে।
কলকাতা পুলিশের ফেসবুকে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির শুক্রবার রাতে আইপিএলের ম্যাচের সময়কার এক ছবি শেয়ার করা হয়েছে। এবং তাতে লেখা হয়েছে, ‘সমস্যা গম্ভীর হোক বা বিরাট, সমাধান করতে ১০০ ডায়াল।’ ওই ফেসবুক পোস্টে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এমন ভাবনার জন্য অনেকেই কমেন্টে লিখেছেন, ‘অ্যাডমিনকে নোবেল দেওয়া উচিত।’ একজন কমেন্ট করেছেন, ‘একটাই তো হৃদয় অ্যাডমিন।কতবার জিতবেন?’ আর একজন লিখেছেন, ‘রকস্টার কলকাতা পুলিশ।’
শুধু কলকাতা পুলিশই নয়, পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়া সাইট X এ বিরাট কোহলির একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে কেকেআরের বিরুদ্ধে বিরাট একটি লম্বা ছয় মারছেন। সেই ছয় মারার দৃশ্যর সঙ্গে কিছু বার্তা দিয়ে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘হার-জিত কে হিসেব রাখে, রাজার মুকুট মাথায় থাকে।’ ভিডিয়োটির শেষে লেখা রয়েছে, হেলমেট পরুন এবং #SafeDriveSaveLife
#ViratKohli #SafeDriveSaveLife pic.twitter.com/2Jyn4r6p6Q
— West Bengal Police (@WBPolice) March 29, 2024