AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর্জান নাগওয়াসওয়ালা, বিরাট সংসারে নতুন চমক!

চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে বাঁহাতি আর্জানের বিষাক্ত সুইং নজর কাড়ে ছত্তিশগড়ের বিরুদ্ধে। ম্যাচে ৬ উইকেট পান গুজরাটের এই বাঁহাতি পেসার।আর্জানের বোলিং দাপটে ভর করে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল গুজরাট।

আর্জান নাগওয়াসওয়ালা, বিরাট সংসারে নতুন চমক!
চমকের নাম আর্জান
| Updated on: May 07, 2021 | 8:29 PM
Share

মুম্বইঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের (WORLD TEST CHAMPIONSHIP)  ফাইনাল ও ইংল্যান্ড সিরিজে দল ঘোষণায় তেমন কোনও চমক নেই। চোট কাটিয়ে ফিরে এসেছেন মহম্মদ সামি(MOHAMMED SHAMI), রবীন্দ্র জাডেজা (RAVINDRA JADEJA) ও হনুমা বিহারি। কিন্তু স্ট্যান্ডবাই তালিকায় ৪ ক্রিকেটারের মধ্যে চমক গুজরাটের অনামী পেসার আর্জান নাগওয়াসওয়ালা (ARZAN NAGWASWALLA)। কে এই আর্জান? শুরু ক্রিকেটমহলে খোঁজখবর নেওয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ড সিরিজে যে ৪ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হবে, তাঁদের মধ্যে রয়েছেন বাংলার অভিমুণ্য ঈশ্বরণ। বাকি ৩ জনের মধ্যে আবেশ খান ও প্রসিদ্ধ কৃষ্ণা নজর কেড়েছেন আইপিএলে। কিন্তু অনামী আর্জান নাগওয়াসওয়ালাকে? শুনলে অবাক হবেন আইপিএলে তাঁকে নেইনি কোনও দল। ২৩ বছরের  আর্জান খেলেন গুজরাটের হয়ে। মূলত বাঁহাতি পেসার। টেলএন্ডার হিসেবে ব্যাটও মন্দ করেননা।

চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে বাঁহাতি আর্জানের বিষাক্ত সুইং নজর কাড়ে ছত্তিশগড়ের বিরুদ্ধে। ম্যাচে ৬ উইকেট পান গুজরাটের এই বাঁহাতি পেসার।আর্জানের বোলিং দাপটে ভর করে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল গুজরাট।

এখানেই শেষ নয়, সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টেও মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬ উইকেট পেয়ে নজর কাড়েন তিনি। টুর্নামেন্টে মোট ৯টি উইকেট পান এই বাঁহাতি। সব মিলিয়ে  ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচে আর্জানের ঝুলিতে রয়েছে ৬২টি উইকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাটদের সামলাতে হবে নিউজিল্যান্ডের দুই বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ও ওয়াগনারকে। সেই প্রস্তুতির জন্য যে আর্জানকে ব্যবহার করা হবে নেট বোলার হিসেবে, তাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।