AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

M Siddharth: ইন্দোনেশিয়ায় কেটেছে ছেলেবেলা, বিরাট কোহলিকে আউট করা সিদ্ধার্থ সম্পর্কে এই তথ্যগুলো জানেন?

IPL 2024, RCB vs LSG: তামিলনাড়ুর ক্রিকেটার সিদ্ধার্থ। যদিও তাঁর ছেলেবেলা কেটেছে ইন্দোনেশিয়ায়। তাঁর বাবা ক্লাব স্তরে ক্রিকেট খেলেছেন। ইন্দোনেশিয়া থেকে সিদ্ধার্থ যখন ভারতে ফেরে, তার বয়স মাত্র ৮। বাবার মতো ক্রিকেট পছন্দ ছিল। সব পছন্দ পূরণ হয় না। সিদ্ধার্থ চেয়েছিলেন পেস বোলিং অলরাউন্ডার হবেন। তার কারণ, ইরফান পাঠান। ভারতের এই প্রাক্তন পেসারের সুইংয়ে মুগ্ধ হতেন ক্রিকেট প্রেমীরা। ব্যাটের হাতও দুর্দান্ত ছিল ইরফানের। তাঁর মতোই হতে চেয়েছিলেন সিদ্ধার্থ।

M Siddharth: ইন্দোনেশিয়ায় কেটেছে ছেলেবেলা, বিরাট কোহলিকে আউট করা সিদ্ধার্থ সম্পর্কে এই তথ্যগুলো জানেন?
Image Credit: BCCI
| Updated on: Apr 04, 2024 | 7:00 AM
Share

সেই রাতটা হয়তো ভুলতে পারবেন না মণিমরন সিদ্ধার্থ। উইকেট আগেও পেয়েছেন। সেটা ঘরোয়া ক্রিকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে প্রথম উইকেট। চিন্নাস্বামীর গ্যালারি স্তব্ধ করে দিয়েছেন সিদ্ধার্থ। বিরাট কোহলির উইকেট পড়লে বেঙ্গালুরুর গ্যালারি শান্ত হওয়ারই কথা। লখনউ সুপার জায়ান্টসের বাঁ হাতি স্পিনার সেটাই করেছেন। ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম সিদ্ধার্থ। তাঁর সম্পর্কে নানা তথ্য বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তামিলনাড়ুর ক্রিকেটার সিদ্ধার্থ। যদিও তাঁর ছেলেবেলা কেটেছে ইন্দোনেশিয়ায়। তাঁর বাবা ক্লাব স্তরে ক্রিকেট খেলেছেন। ইন্দোনেশিয়া থেকে সিদ্ধার্থ যখন ভারতে ফেরে, তার বয়স মাত্র ৮। বাবার মতো ক্রিকেট পছন্দ ছিল। সব পছন্দ পূরণ হয় না। সিদ্ধার্থ চেয়েছিলেন পেস বোলিং অলরাউন্ডার হবেন। তার কারণ, ইরফান পাঠান। ভারতের এই প্রাক্তন পেসারের সুইংয়ে মুগ্ধ হতেন ক্রিকেট প্রেমীরা। ব্যাটের হাতও দুর্দান্ত ছিল ইরফানের। তাঁর মতোই হতে চেয়েছিলেন সিদ্ধার্থ।

ইরফানের মতো পেস বোলিং অলরাউন্ডার হতে চাইলেও শেষ অবধি হয়েছিলেন বাঁ হাতি স্পিনার। তাঁর পরিচিত সীমাবদ্ধ ছিল তামিলনাডু প্রিমিয়ার লিগেই। আইপিএলে ২০২০ মরসুমে কলকাতা নাইট রাইডার্স, ২০২১ সালে দিল্লি ক্যাপিটালস থাকলেও সুযোগ হয়নি। তার কারণ চোট। তামিলনাডু প্রিমিয়ার লিগে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার। আইপিএলে ফের সুযোগ এসেছে তাঁর কাছে। গত বারের তামিলনাডু প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন সিদ্ধার্থ। ইকোনমি মাত্র ৫.৬১।

দুবাইতে আইপিএলের মিনি অকশনে সিদ্ধার্থের বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। লখনউ সুপার জায়ান্টসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ঝাঁপিয়েছিল সিদ্ধার্থর জন্য। শেষ অবধি তাঁকে ২.৪ কোটি টাকায় নেয় লখনউ। যারা হাল ছেড়ে দিয়েছিল, সেই আরসিবির বিরুদ্ধেই আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট। তাও আবার বিরাট কোহলির মতো ব্যাটারের!