Virat Kohli Retires: বিরাটের অবসর নিয়ে যা বলছেন প্রাক্তন সতীর্থ, তারকারা…
Reaction on Virat Kohli's Test retirement: মন খারাপ ক্রিকেট প্রেমীদের। বিরাট এখনও যে দাপটের সঙ্গে পারফর্ম করছেন, তাঁর অবসর অবাক করেছে সকলকেই। সতীর্থ থেকে অন্যান্য দেশের কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা বার্তা দিয়েছেন।

কলকাতা: টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির অবসরের খবরে উত্তাল ক্রিকেট মহল। ১৪ বছরের টেস্ট কেরিয়ার। সাফল্যের হিসেব দেওয়াও কঠিন। তবে গত কয়েক দিন থেকে জল্পনা চলছিল টেস্ট অবসর নিয়ে। এ দিন সকালে সব জল্পনার অবসান ঘটালেন বিরাট নিজেই। ইনস্টাগ্রামে দিলেন অবসরের আবেগঘন বার্তা। এই খবরে মন খারাপ ক্রিকেট প্রেমীদের। বিরাট এখনও যে দাপটের সঙ্গে পারফর্ম করছেন, তাঁর অবসর অবাক করেছে সকলকেই। সতীর্থ থেকে অন্যান্য দেশের কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা বার্তা দিয়েছেন।
ক্রিকেট জীবনে করেছেন একাধিক কীর্তি বছর ৩৬’র বিরাট কোহলির। সর্বত্র তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ভারতের সর্বকালের সেরাদের তালিকায় তিনি। অসাধারণ তাঁর টেস্ট কেরিয়ার। টেস্ট কেরিয়ারে ১২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। করেছেন ৯২৩০ রান। রয়েছে ৩০ টি শতরান। ৩১টি অর্ধ শতরান। অবসরের সিদ্ধান্তে অবাক সকলেই। ভারতের প্রাক্তন তারকা স্পিনার তথা ধারাভাষ্যকার হরভজন সিং নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘কেনো অবসর? বিরাট…’
Why Retired ? @imVkohli
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 12, 2025
আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। বিরাটের ছবির উপর লেখা,’ধন্যবাদ বিরাট #২৬৯, টেস্ট ক্রিকেট আর কখনও আগের মতো থাকবে না!’
Thank You, Virat. #269 👑
Test Cricket will never be the same again! 🥺 pic.twitter.com/7eAYipnzp1
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 12, 2025
জনপ্রিয় ধারাভাষ্যকার হর্শ ভোগলে বলেছেন, ‘আমি চাইতাম বিরাট যেন ভরা স্টেডিয়ামে খেলে নিজের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়। যেহেতু এটা হল না তাই আমরা যেখানেই থাকি না কেন তাকে সাধুবাদ জানাই। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রজন্মকে তিনি বলেছিলেন যে টেস্ট ক্রিকেট দুর্দান্ত এবং উচ্চাকাঙ্ক্ষী। আর এর জন্য খেলাটি তাঁর কাছে অনেক ঋণী।’
I would have liked to see #ViratKohli go out of test cricket before a packed stadium. But since that is not to be let us applaud him wherever we are. He told a generation weaned on T20 cricket that test cricket is cool and aspirational. And for that, the game owes him big time.
— Harsha Bhogle (@bhogleharsha) May 12, 2025
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন নিজের এক্সে অবাক করা ইমোজির সঙ্গে পোস্ট করেছেন, ‘বিরাট?!?!’
Virat?!?! 😱😱😱😱😱😱😱😱
— Kevin Pietersen🦏 (@KP24) May 12, 2025
বিসিসিআইয়ের তরফে একটি পোস্ট করে বলা হয়েছে, ‘ধন্যবাদ বিরাট কোহলি! টেস্ট ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। কিন্তু তাঁর উত্তরাধিকার চিরকাল অব্যাহত থাকবে! টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। ভারতীয় দলে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে!’
𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂, 𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶! 🙌
An era ends in Test cricket but the legacy will continue FOREVER! 🫡🫡@imVkohli, the former Team India Captain retires from Test cricket.
His contributions to #TeamIndia will forever be cherished! 👏 👏 pic.twitter.com/MSe5KUtjep
— BCCI (@BCCI) May 12, 2025
দেশের প্রাক্তন পেসার ইরফান পাঠান লেখেন, ‘অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য বিরাট কোহলিকে অভিনন্দন। অধিনায়ক হিসেবে তুমি শুধু ম্যাচ জেতোনি বরং ভারতীয় দলের মানসিকতাও বদলে দিয়েছো। তুমি দলের ফিটনেস, আক্রমণাত্মক মনোভাবকে গর্বিত করেছে। নতুন মানদণ্ডে পরিণত করেছো। আধুনিক ভারতীয় টেস্ট ক্রিকেটের একজন সত্যিকারের মশালবাহক বিরাট। ধন্যবাদ বিরাট।’
Congratulations on a phenomenal Test career, Virat Kohli. As captain, you didn’t just win matches—you changed mindsets. You made fitness, aggression, and pride in whites the new standard. A true torchbearer of modern Indian Test cricket.#ThankYouVirat pic.twitter.com/rvFAulcMSQ
— Irfan Pathan (@IrfanPathan) May 12, 2025
জাতীয় দলে বিরাটের বহু দিনের সতীর্থ সুরেশ রায়না লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে তোমার আবেগ এবং নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে ভাই! অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা তোমায়। টেস্ট ক্রিকেট থেকে তোমার সরে যাওয়া দেখে দুঃখিত, কিন্তু দলে তোমার ঐতিহ্য সবসময় বেঁচে থাকবে। কিংবদন্তি , ধন্যবাদ বিরাট।’
Your passion & leadership in Test cricket have inspired millions, brother! Love and respect bro @imVkohli
Sad to see you step away, but your legacy will live on. 🙌 #Legend #thankyouvirat pic.twitter.com/6Ce9Z0wnPj
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 12, 2025





