কলকাতা: জীবনসঙ্গী বাছার দায়িত্ব আজকাল অনেকেই নিজের কাঁধে তুলে নেয়। একটা সময় ছিল যখন, এই প্রসঙ্গে মা-বাবার কথাই ছেলে-মেয়েদের জন্য শেষ। যুগ বদলেছে। কিন্তু অনেকে এখনও এমন রয়েছেন, যাঁরা নিজের জীবনসঙ্গী বাছার দায়িত্ব মা-বাবাকেই দিয়ে থাকেন। এই তালিকায় অনেক সাধারণ মানুষ রয়েছেন। ক্রিকেটাররাও আছেন। শুনে অবাক লাগতেই পারে। কারণ, আজ-কালকার দিনে ক্রিকেটারদের প্রেমের গল্প খুব জনপ্রিয়। উঠতি ক্রিকেটারদের সঙ্গেও অনেক সময় একাধিক মডেল, অভিনেত্রীর নাম জুড়ে যায়। কেকেআরের তরুণ বোলার হর্ষিত রানা (Harshit Rana) কয়েকদিন আগে এক পডকাস্টে বলেছিলেন, তাঁর জীবনে বাবার অবদান বিরাট। সেখানেই তাঁর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, তা হলে কি বাবাই তাঁর পাত্রী বেছে দেবেন? উত্তরে কী বললেন কেকেআরের তরুণ বোলার?
ক্রিকেট খেলায় টিপস নেওয়ার ক্ষেত্রে বাবার কাছেই প্রথম দৌড়ান হর্ষিত রানা। ফলে তাঁর জীবনসঙ্গী বাছার ক্ষেত্রেও বাবাই কি এগিয়ে থাকবেন? নাইট তারকা উত্তরে হাসতে হাসতে বলেন, ‘না না, সেটা তো মা-ই ঠিক করবে। বাবা নয়। এখানে মা এগিয়ে।’ ওই পডকাস্টের সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন গার্লফ্রেন্ড আছে কিনা? হর্ষিত রানা জানান, তাঁর প্রেমিকা নেই।
আসলে এখন ক্রিকেট কেরিয়ারেই ফোকাস করতে চান হর্ষিত রানা। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলার স্বপ্ন দেখছেন দিল্লির ছেলে। এখন তাই ক্রিকেটের বাইরে কোনও কিছুই ভাবছেন না। তবে একজন পার্টনার থাকায় কোনও ভুলও দেখছেন না রানা। একজন ক্রিকেটারের জন্য সোশ্যাল মিডিয়া এবং প্রেম জীবন কতটা প্রভাব ফেলে? হর্ষিত রানা এই প্রসঙ্গে বলেন, ‘এই প্রসঙ্গে আমার মনে হয় সকলের আলাদা আলাদা মত। এর জন্য লক্ষ্য থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না, বলেই আমি মনে করি। কিন্তু এখন আমার ক্রিকেটেই ফোকাস।’
আইপিএলে খেলার শুরুর দিকে শ্রেয়স আইয়ার এক ম্যাচে গ্যালারিতে এক মহিলা ফ্যানকে দেখে তাঁকে পরে ফেসবুকে খুঁজেছিলেন। সে কথা কেকেআরের ক্যাপ্টেন নিজেই জানিয়েছিলেন। হর্ষিত রানার সঙ্গে তেমন কিছু কি হয়েছিল? ম্যাচ চলাকালীন গ্যালারিতে কোনও মহিলা ফ্যাশনকে দেখে কিউট লেগেছে কি তাঁর? উত্তরে হাসতে হাসতে হর্ষিত জানান, তেমন ঘটনা অনেক সময় ঘটে। কিন্তু তাঁর সঙ্গে কিছু হয়নি। তবে তিনি এও জানান যে, মাঝে মাঝে তিনি তাঁর ফ্যানদের সোশ্যাল মিডিয়া বার্তায় রিপ্লাই দেন।