
টানা দু-ম্যাচে জয়। এশিয়া কাপে সুপার ফোর আগেই নিশ্চিত করেছিল ভারতীয় দল। কাল শুক্রবার নিয়মরক্ষার ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। এই প্রথম বার ওমানের বিরুদ্ধে কোনও ফর্ম্যাটে খেলবে ভারতীয় দল। অচেনা প্রতিপক্ষ। ভারতের কাছে এই ম্যাচ পরীক্ষারও। প্রথম দু-ম্যাচে অপরিবর্তিত একাদশ রেখেছিলেন সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররা। একমাত্র পেসার হিসেবে খেলানো হয়েছিল জসপ্রীত বুমরাকে। তাঁকে বিশ্রাম দেওয়া হবে কি না, এই নিয়ে আলোচনা চলছে। তেমনই আরও কিছু পরীক্ষার পথেও হাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড সফরে সব ম্যাচে জসপ্রীত বুমরাকে খেলানো হয়নি। ওয়ার্কলোড ম্যানেজের জন্য়ই এই সিদ্ধান্ত। শেষ ম্যাচে চোট থাকায় খেলানো হয়নি, এমনটাই জানানো হয়েছিল। সামনে ধারাবাহিক ক্রিকেট রয়েছে। সে কারণে বুমরাকে হিসেব কষে খেলানো হচ্ছে। মনে করা হচ্ছে, ওমান ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে। তাঁর পরিবর্তে অর্শদীপ সিং কিংবা হর্ষিত রানাকে খেলানো হতে পারে। তবে শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও বদল দেখা যেতে পারে।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে ওপেনার হিসেবে ধারাবাহিক পারফর্ম করছিলেন সঞ্জু স্যামসন। তাঁকে একাদশে রাখা নিয়ে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। মিডল অর্ডারে সাফল্য পাওয়া আর এক কিপার-ব্য়াটার জীতেশ শর্মাকে নয়, সঞ্জুকেই খেলানো হচ্ছে। যদিও ওপেনিংয়ে নয়। তাঁকে ঠিক কত নম্বরের জন্য ভাবা হচ্ছে এর কোনও আভাস পাওয়া যায়নি। প্রথম দু-ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি সঞ্জুকে। যে কারণে বোঝা কঠিন। তবে এই ম্যাচে তিনে সুযোগ দেওয়া হতে পারে সঞ্জুকে। তেমনই মিডল অর্ডারে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হতে পারে।
ভারত প্রথম দুই ম্যাচ খেলেছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওমানের বিরুদ্ধে ম্যাচ অবশ্য আবু ধাবিতে। স্টেডিয়ামে কিছুটা হাওয়া চলবে, এমন অনুমান করাই যায়। পেসাররা শুরুর দিকে দুবাইয়ের তুলনায় বেশি সুবিধা পেতে পারেন।