AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs New Zealand Final Match Preview: স্পিন বনাম কেন-রাচিন! নজরে সেই বাইশগজ, ভারতের বাজি রো-কো

India vs New Zealand in Champions Trophy 2025 Prediction: প্রতি ম্যাচেই পিচে সামান্য বদল দেখা যাচ্ছে। যেমন গ্রুপ পর্বের ম্যাচের নিরিখে সেমিফাইনালে তুলনামূলক ব্যাটিংয়ের দিক থেকে ভালো পিচ ছিল। ম্যাচের আগের দিন ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল অবশ্য জানিয়েছেন, পিচের আচরণ গ্রুপ পর্বের মতোই।

India vs New Zealand Final Match Preview: স্পিন বনাম কেন-রাচিন! নজরে সেই বাইশগজ, ভারতের বাজি রো-কো
Image Credit: PTI
| Updated on: Mar 09, 2025 | 12:26 AM
Share

বিগ ম্যাচ প্লেয়ার। সকলের ক্ষেত্রে এমনটা বলা হয় না। তবে ভারতীয় দলে এমন অনেকেই রয়েছেন, যাঁদের সম্পর্কে এমন বলা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুবাইয়ে আজ ট্রফির লড়াইয়ে ভারত ও নিউজিল্যান্ড। ভারতীয় দলে বড় ম্যাচের প্লেয়ার হিসেবে রোহিত-বিরাটের সঙ্গে হার্দিক পান্ডিয়ার কথা ভুললে চলবে না। জাডেজা-অক্ষর প্যাটেলরাও রয়েছেন। তবে ভারতের সেরা অস্ত্র বোলিং বিভাগ। আর ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন বরুণ চক্রবর্তীই।

ভারতের একটা পরিসংখ্যানও রয়েছে। আসলে আজকের তারিখটা ৯, সেখানেও যেন কিছুটা ভয়! কেন? ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ মনে পড়ে? সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেটা ছিল ৯ জুলাই। যদিও ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। টপ অর্ডার বিপর্যয়ে ২৪০ রান তাড়া করতে পারেনি ভারত। সেখানে ছিল সুইংয়ের কন্ডিশন। দুবাইয়ে এখনও অবধি স্পিনের। প্রতি ম্যাচেই পিচে সামান্য বদল দেখা যাচ্ছে। যেমন গ্রুপ পর্বের ম্যাচের নিরিখে সেমিফাইনালে তুলনামূলক ব্যাটিংয়ের দিক থেকে ভালো পিচ ছিল। ম্যাচের আগের দিন ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল অবশ্য জানিয়েছেন, পিচের আচরণ গ্রুপ পর্বের মতোই।

একদিকে যেমন স্বস্তির, তেমনই অস্বস্তিরও। আইসিসি টুর্নামেন্টে বরাবরই ডার্কহর্স হিসেবে উঠে আসে নিউজিল্যান্ড। তারা কোনও দিন বিশ্বকাপ জেতেনি। তবে খুব কাছে পৌঁছেছে। শুধু তাই নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তো রয়েইছে। পিচটা স্বস্তির কারণ, স্পিনাররা সুবিধা পাবেন। অস্বস্তির কারণও এটিই। ভারতের একাদশে যেমন দক্ষ স্পিনার রয়েছেন, তেমনই কিউয়ি একাদশেও।

এ বার ব্যাটিং আসা যাক ব্যাটিংয়ের দিকে, স্পিন খেলার দক্ষতা ভারতের সকলেরই ভালো। কিন্তু ভারত ম্যাচে কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে, তা নির্ভর করবে টপ অর্ডারের উপরই। রোহিত-শুভমনের ওপেনিং জুটি পাওয়ার প্লে-তে বড় স্কোর গড়ে দিতে পারলে, মিডল ওভার সামলানোর জন্য অ্যাঙ্কর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। বিরাটের দুটো ইনিংস এ বারে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিতে ৬৮টি সিঙ্গল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংসে ৫৬টি সিঙ্গল। আর স্লগ ওভারের জন্য অক্ষর প্যাটেল এবং কুংফু পান্ডিয়া রয়েছেন।

নিউজিল্যান্ডকে হালকা নেওয়ার কোনও জায়গা নেই। তাদের টিমে স্পিন খেলার দক্ষতা অনেকেরই রয়েছে। বিশেষ করে বলতে হয়, অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্রর কথা। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই জোড়া সেঞ্চুরি করেছেন রাচিন। কেন উইলিয়ামসনও সেমিফাইনালে সেঞ্চুরি করেছেন। ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচেও দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই দুই বাধা টপকে ওডিআইতে আইসিসি ট্রফি খরা কাটানোয় নজর রোহিতের টিম ইন্ডিয়ার।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্য়াটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি।

ভারত বনাম নিউজিল্যান্ড, ফাইনাল দুপুর ২.৩০, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস, জিওহটস্টারে সম্প্রচার