
ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপ। ফর্ম্যাট বদল হয়েছে। তবে পারফরম্যান্স দুর্দান্ত। এ বার আবারও অন্য ফর্ম্যাট। টি-টোয়েন্টি থেকে লাল-বলের ক্রিকেটে শুভমনরা। এশিয়া কাপে ছিলেন সূর্যকুমার যাদবের ডেপুটি। টেস্টে তিনিই ক্যাপ্টেন। টেস্ট অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফর দিয়েই নতুন অধ্যায় শুরু করেছিলেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটেও অন্য অধ্যায় শুরু হয়েছিল। তরুণ ব্রিগেড ইংল্যান্ডে সিরিজ জেতার মতোই পারফর্ম করেছিল। পিছিয়ে পড়েও শেষ অবধি সিরিজ ড্র করে ভারতীয় ক্রিকেট দল। ব্যাটার শুভমন গিল ঝুরি ঝুরি রান করেছিলেন। তেমনই যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, লোকেশ রাহুলের কথা ভুললে চলবে না। ঘরের মাঠে টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজ খেলতে চলেছেন শুভমন গিল। ভারতীয় দলের জন্য নতুন শুরু।
রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অশ্বিন অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশের জার্সিতে পুরোপুরি অবসর নেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে পরপর টেস্টকে বিদায় জানান রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটেই রয়েছেন তাঁরা। দুই কিংবদন্তির টেস্ট থেকে বিদায়ের পর ইংল্যান্ডে প্রথম পরীক্ষা ছিল শুভমন, যশস্বীদের। সেই পরীক্ষায় পাশ বলা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় দিয়ে ঘরের মাঠে শুরুর প্রত্যাশা।
চোটের কারণে এই সিরিজে নেই ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে এই সিরিজে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। একাদশ বাছাই নিয়ে অবশ্য শুভমনকে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল নিশ্চিত। তিনে বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শনকে দেখা যাবে। চারে ক্যাপ্টেন শুভমন গিল। ইংল্যান্ড সফরে টেস্টে কামব্যাক হয়েছিল করুণ নায়ারের। দীর্ঘ আট বছর পাওয়া সুযোগে একটিমাত্র হাফসেঞ্চুরি করেছিলেন। এই সিরিজে বাদ পড়েছেন। নীতীশ রেড্ডি ফিট হওয়ায় সেই জায়গা নেবেন।
ভাবনা মূলত বোলিং কম্বিনেশন নিয়ে। স্পিন বোলিং অলরাউন্ডারের আধিক্য়। রবীন্দ্র জাডেজা নিশ্চিত। তাঁর সঙ্গে অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা বেশি। আবার অক্ষর প্যাটেলের মতো প্লেয়ারও রয়েছেন। তবে জাডেজা থাকায় আরও একজন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার খেলানো হবে কি না, এই নিয়ে ভাবনার জায়গা রয়েছে। ইংল্যান্ড সফরে স্কোয়াডে থাকলেও একটিও সুযোগ পাননি কুলদীপ যাদব। ঘরের মাঠে তাঁকে খেলানোর লোভ সংবরণ করা কঠিন। এখনও অবধি যা পরিস্থিতি তাতে দুই পেসার এবং সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি। কী হতে পারে একাদশ?
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল/কুলদীপ যাদব,জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৯.৩০টা থেকে, স্টার স্পোর্টসে সম্প্রচার, জিওহটস্টারে স্ট্রিমিং