RCB vs DC WPL 2023 Match Prediction: ৫ বিদেশি নিয়ে নেমে স্মৃতির আরসিবিকে কি টেক্কা দিতে পারবে দিল্লি?
Royal Challengers Bangalore vs Delhi Capitals Preview: রবিবার, ৫ মার্চ ডব্লিউপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।
মুম্বই: শুরু হয়ে গিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ রবিবার, ৫ মার্চ রয়েছে ডব্লিউপিএলের (WPL) প্রথম ডাবল হেডার। রবি-বিকেলে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করতে চলেছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টুর্নামেন্টে আরসিবির প্রথম ম্যাচে প্রতিপক্ষ সদ্য মহিলাদের টি-২০ বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। উইমেন্স প্রিমিয়ার লিগের সবচেয়ে তারকা সমৃদ্ধ এবং শক্তিশালী স্কোয়াড গড়েছে আরসিবি। দিল্লিও কিন্তু পিছিয়ে নেই। ফলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হতে চলেছে ক্রিকেট প্রেমীরা। আরসিবি বনাম দিল্লি ম্যাচের প্রিভিউ পড়ুন TV9Bangla-র এই প্রতিবেদনে।
আরসিবির স্কোয়াডে রয়েছেন বিশ্বের সেরা পেস বোলিং অলরাউন্ডার এলিস পেরি, ইংল্য়ান্ড অধিনায়ক হেদার নাইট, স্পিন বোলিং অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ভ্য়ান নিকার্ক। ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা, পেসার রেনুকা সিং ঠাকুর, বিধ্বংসী কিপার-ব্য়াটার রিচা ঘোষ। দিল্লি শিবিরে রয়েছেন অস্ট্রেলিয়াকে সদ্য কুড়ি-বিশের বিশ্বকাপে চ্যাম্পিয়ন বানানো মেগ ল্যানিং। ভারতের তরুণ তুর্কি জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, বাঁ হাতি স্পিনার রাধা যাদব এবং অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার শিখা পান্ডে সঙ্গে রয়েছেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য় তিতাস সাধু। ফলে দুই দলেই ঠাসা তারকা রয়েছেন বোঝাই যাচ্ছে। দুই দলের শক্তি তাদের ব্যাটিং বিভাগ।
দেশি-বিদেশি ক্রিকেটারদের মিলিয়ে মিশিয়ে একাদশ গড়বে দুই দল এটা সকলেরই জানা। তবে দিল্লির কাছে সুযোগ থাকবে পাঁচ বিদেশিকে নিয়ে একাদশ গড়ার। আইপিএলের মতো ডব্লিউপিএলেও চারজন বিদেশি রাখা যাবে একাদশে। আসলে কোনও স্কোয়াডে যদি আইসিসি সহযোগী দলের প্লেয়ার থাকে, সেই দল বাড়তি একজন বিদেশি অর্থাৎ আইসিসি সহযোগী দেশের ক্রিকেটারকে খেলাতে পারবে। তাই সব মিলিয়ে পাঁচ বিদেশি খেলানোর ক্ষমতা রয়েছে একমাত্র দিল্লি ক্য়াপিটালসের। কারণ উইমেন্স প্রিমিয়ার লিগে সহযোগী দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিস। আর এই বাঁ হাতি পেসার রয়েছেন দিল্লি ক্য়াপিটালসে। এ বার দেখার মেগ ল্যানিংয়ের দিল্লি স্মৃতির আরসিবির বিরুদ্ধে ৫ বিদেশি নিয়ে মাত দিতে পারে কিনা।
আইপিএলে বেঙ্গালুরু এবং দিল্লি একবারও চ্যাম্পিয়ন হয়নি। এ বার দেখার ডব্লিউপিএলে এই দুই দলের মধ্যে কেউ ট্রফি নিয়ে যেতে পারে কিনা।