AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: শ্রেয়স-সরফরাজ কেন সুযোগ পেলেন না? পরিষ্কার বার্তা দিলেন চেয়ারম্যান

India Tour of England: ইংল্য়ান্ড সফরে টেস্ট টিমে জায়গাই পেলেন না। তবে অবাক করার মতো বিষয় শ্রেয়স আইয়ারের না থাকা। কেন এমন সিদ্ধান্ত? পরিষ্কার করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

Shreyas Iyer: শ্রেয়স-সরফরাজ কেন সুযোগ পেলেন না? পরিষ্কার বার্তা দিলেন চেয়ারম্যান
Image Credit: PTI FILE
| Updated on: May 24, 2025 | 4:41 PM
Share

ঘরের মাঠে টেস্ট সিরিজে ছিলেন সরফরাজ খান। বর্ডার-গাভাসকর ট্রফির টিমেও। সব ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তা নয়। তাঁর ফিটনেস নিয়ে একটা সময় প্রচুর প্রশ্ন উঠেছিল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে অবশেষে টেস্ট টিমে জায়গা করে নিয়েছিলেন। বিরাট-রোহিতদের অনুপস্থিতিতে মনে করা হয়েছিল, এ বার হয়তো জায়গা আরও মজবুত হবে সরফরাজের। যদিও ইংল্য়ান্ড সফরে টেস্ট টিমে জায়গাই পেলেন না। তবে অবাক করার মতো বিষয় শ্রেয়স আইয়ারের না থাকা। কেন এমন সিদ্ধান্ত? পরিষ্কার করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক। ধারাবাহিক রান করছেন শ্রেয়স আইয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ছন্দে। ওডিআইতে ভারতের ব্যাটিং লাইন আপে চার নম্বরে নির্ভরযোগ্য হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার। টেস্ট ক্রিকেটেও তাঁর জায়গা হতে পারে চার নম্বরে, এমনটাই মনে করা হয়েছিল। যদিও স্কোয়াডেই রাখা হয়নি শ্রেয়সকে। এদিন দল নির্বাচনের পরই প্রশ্ন ওঠে সরফরাজ, শ্রেয়সদের জায়গা না পাওয়া নিয়ে।

নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেন, ‘সরফরাজকে সুযোগ দেওয়া হয়েছিল। এ বার অন্যদেরও সুযোগ দেওয়া প্রয়োজন। করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে।’ শ্রেয়সের প্রসঙ্গে তাঁর পরিষ্কার জবাব, ‘দেশের হয়ে ওয়ান ডে-তে এবং ঘরোয়া ক্রিকেটে ও দুর্দান্ত খেলছে। ও সেটা চালিয়ে যাক। সবাইকে তো আর স্কোয়াডে জায়গা দেওয়া সম্ভব নয়। শ্রেয়স ওয়ান ডে এবং ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও আপাতত টেস্টে ওকে জায়গা সম্ভব নয়।’

বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও রাখা হয়নি। তাঁর ক্ষেত্রে বলা যায়, স্কোয়াডে রবীন্দ্র জাডেজা রয়েছেন। ফলে আরেক জন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার নেওয়া মানে স্কোয়াড ভারী। কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে। স্কোয়াডে বৈচিত্র রাখতেই এমন ভাবনা।