কলকাতা: আর একদিন পর ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার সম্মান বাঁচানোর লড়াই। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়া আটকাতে চান রোহিত শর্মারা। এই টেস্টে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা গিয়েছে। এ বার সিরিজের শেষ টেস্টের আগে প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ারের সামনে সেই প্রশ্ন রাখা হয়েছিল। বুমরাকে কি সত্যিই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? এই প্রশ্ন আসতেই কী উত্তর দিলেন অভিষেক নায়ার?
ভারতের সহকারী কোচ অভিষেক পরিষ্কার জানাননি যে জসপ্রীত বুমরা মুম্বই টেস্টে খেলবেন নাকি খেলবেন না। কিন্তু তিনি বলেন, ‘ও (জসপ্রীত বুমরা) খুব বেশি বল করেনি। যথেষ্ট বিশ্রাম পেয়েছে ও। আমাদের জন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওর ওয়ার্কলোডের বিষয়টা আমাদের মাথায় রয়েছে।’ গম্ভীরের ডেপুটির এ কথা থেকে অনেকের মনে হচ্ছে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ওয়াংখেড়ের পিচে প্রথম দিন থেকেই যে স্পিনাররা সুবিধে পেতে পারেন, সে কথাও বলেছেন অভিষেক নায়ার। তিনি বলেন, ‘সকালের দিকে ওখানে সুইং ও সিম থাকবে। ওয়াংখেড়েতে পেসারদের মুখে হাসি দেখা যাবে।’ এর আগে জানা গিয়েছিল, তরুণ পেসার হর্ষিত রানাকে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের টিমে ডাকা হয়েছে। অভিষেক নায়ার পরিষ্কার জানিয়েছেন, শেষ টেস্টের জন্য দলে কাউকে যোগ করা হয়নি। তিনি বলেন, ‘স্কোয়াডে কাউকে যোগ করা হয়নি। প্রতিটা সপ্তাহ গুরুত্বপূর্ণ। প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আমরা ভাবছি তেমনটা নয়। আমরা এই ম্যাচে ফোকাস করতে চাই।’