
কলকাতা: গ্যালারিতে বসে ভারতীয় টিমের খেলা দেখছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? ভাবুন তো দৃশ্যটা কেমন হবে? একদিকে ক্রিকেট প্রেমীরা ভারতের ম্যাচ নিয়ে উত্তেজিত যেমন থাকবেন, তেমনই অপরদিকে ধোনির ঝলক পাওয়ার জন্য তাঁরা মরিয়া হয়ে উঠবেন! আসলে ধোনির শহর রাঁচিতে আগামিকাল ভারত (India) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রথম ওডিআই ম্যাচ। তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার কাছে এর আগে ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সেই হারের ক্ষত এখনও বেশ টাটকা। তবে সে সব ভুলে ওডিআই সিরিজে নামবে ভারত। এমনটাই প্রেস কনফারেন্সে জানিয়েছেন ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন লোকেশ রাহুল (KL Rahul)। এই প্রেস কনফারেন্সেই রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, ভারতের ম্যাচ দেখতে কি গ্যালারিতে হাজির থাকবেন ধোনি? এই প্রশ্নের উত্তরে কী বললেন তিনি? জানুন বিস্তারিত।
২০১৬ সালে হারারেতে সেঞ্চুরি হাঁকিয়ে ধোনির নেতৃত্বে ওডিআই ফর্ম্যাটে ডেবিউ হয়েছিল রাহুলের। তিনি বলেন, ‘আমরা সকলেই ওর অধীনে খেলেছি। আমরা ওর ভক্ত। একসঙ্গে খেলেছি। আমরা সকলে ভাল বন্ধু। ধোনিকে কাছ থেকে চিনতে ও জানতে পারা মানেই বড় ব্যাপার। এমএস ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার। আমরা সকলে তাঁকে ভাল মানুষ হিসেবে সম্মান করি। তাই যদি তিনি সত্যিই ম্যাচ দেখতে আসেন, তা হলে শুধু দর্শকরাই নয়, আমরাও ভীষণ উত্তেজিত হব।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইতে রাহুল ৬ নম্বরে নামবেন। তিনি জানান, ভারতের ওয়ান ডে ফর্ম্যাটে ফোকাস ছন্দ এবং কৌশলগত শৃঙ্খলার ওপরই আছে। তিনি বলেন, “ওয়ান ডে ক্রিকেট মানসিকতার উপর নির্ভর করে। টেকনিক্যালি সবাই ভাল। পরিস্থিতি ভালভাবে বোঝার ওপর সবটা নির্ভর করে।”
আরও পড়ুন – Rahul on RO-KO: রোহিত-বিরাট থাকলে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কী হয়? ফাঁস করলেন রাহুল