Hardik Pandya: টি-টোয়েন্টি থেকে সরবেন রোহিত-বিরাট? নেতা হার্দিকেই ফোকাস বিসিসিআইয়ের?
Rohit Sharma-Virat Kohli: ওই কর্তা বলে দিচ্ছেন, 'হার্দিক এবং পন্থ ক্যাপ্টেন হিসেবে নিজেদের কিছুটা হলেও প্রমাণ করেছে। ওরা আইপিএলে নিজেদের টিমকে সাফল্যও দিয়েছে। হার্দিক তো আবার আইপিএলে ওর টিমকে চ্যাম্পিয়নও করেছে। নতুন ক্যাপ্টেনের ভাবনায় রাহুলও থাকবে।'

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট এক নয়া রাস্তায় হাঁটার কথা ভাবছে। সোমবার নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার পরই TV9 Bangla জানিয়েছিল। কুড়ি-বিশের ফর্ম্যাটে যাবতীয় ফোকাস এ বার থেকে থাকবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। তাঁকেই নেতা করে আগামী দিনে এগনোর কথা ভাবছে বিসিসিআই (BCCI)। একদিন পর সর্বভারতীয় মিডিয়ায় যে খবর আসছে, তাও বলছে একই কথা। ২ বছর পর রোহিত শর্মার বয়স হবে ৩৭। এমনিতেই তাঁর ফিটনেস নিয়ে বরাবরই প্রশ্ন থাকে। ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটে ২ বছর পর তিনি কতটা খেলতে পারবেন, তা নিয়ে খানিকটা হলেও অনিশ্চয়তা রয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতের দিকেও তাকাতে চাইছেন নির্বাচকরা। সেই আঙ্গিকে ভাবলে, বিরাট কোহলিকেও (Virat Kohli) হয়তো আগামী দিনে দেশের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আর দেখা যাবে না। শুধু ওয়ান ডে এবং টেস্ট খেলবেন তিনি।
বোর্ডের এক সিনিয়র কর্তা পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তাই বলতেও কুন্ঠা করছেন না, ‘এমন নয় যে রোহিত আর বিরাটকে জোর করে এই ফর্ম্যাট থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু এটাও তো বুঝতে হবে যে, ওরা দু’জনেই মাঝ তিরিশে দাঁড়িয়ে রয়েছে। বড় সিরিজ কিংবা আইসিসি টুর্নামেন্টের জন্য তরতাজা রাখতে ওদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে বা পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। কিন্তু কেউ যদি ক্যাপ্টেন হয়, তাকে বারবার রোটেট করা মুশকিল। সেই কারণেই রোহিতের বদলে হার্দিক, রাহুল, পন্থদের কথা ভাবতেই হবে।’
ওই কর্তার কথা ধরলে এটা পরিষ্কার যে, বয়স এবং ফর্ম, দুই ফ্যাক্টর হয়ে যাচ্ছে রোহিতের ক্ষেত্রে। বিরাটের ক্ষেত্রে আবার সেটা বয়স। এই পরিস্থিতিতে টিমের দুই সিনিয়র সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে বোর্ড। ওয়ান ডে বা টেস্টই তাঁদের জন্য সেরা জায়গা বলে মনে করা হচ্ছে। অবশ্য আগামী বছর দেশের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। তাই রোহিত, বিরাটকে নিয়ে এই ভাবনায় আচ্ছন্ন নির্বাচকরা। তার পর কী হবে, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। একটা জিনিস বলে দেওয়া যায়, ২০২৪ সাল থেকে নতুন প্রজন্মের ক্রিকেটারদের ভরসা করেই এগোতে হবে ভারতকে। তাই এখন থেকে ঠিকঠাক বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা চলছে।
ওই কর্তা বলে দিচ্ছেন, ‘হার্দিক এবং পন্থ ক্যাপ্টেন হিসেবে নিজেদের কিছুটা হলেও প্রমাণ করেছে। ওরা আইপিএলে নিজেদের টিমকে সাফল্যও দিয়েছে। হার্দিক তো আবার আইপিএলে ওর টিমকে চ্যাম্পিয়নও করেছে। নতুন ক্যাপ্টেনের ভাবনায় রাহুলও থাকবে। রোহিত ও বিরাটের কাছ থেকে ও শিখছে। তবে ক্যাপ্টেন বদলের কোনও ভাবনা যদি থাকে, সেটা হবে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর।
