SRH, IPL 2025: ইডেনে ৩০০-র ঝড় তুলবে অরেঞ্জ আর্মি? নিজামের শহরের দলের অন্দরে চলছে…
কামিন্সরা চাইছেন জয়ের সারণিতে ফিরতে। এই পরিস্থিতিতে হায়দরাবাদের কাছে থাকছে আরও একটা টার্গেট। তা ৩০০ রানের। ইডেনেই কি হায়দরাবাদ টিমের হয়ে এই ট্রিপল সেঞ্চুরির ঝড় উঠবে?

কলকাতা: আইপিএলে (IPL) দলগত রানের দিক থেকে সিংহাসনে রাজ করছে সানরাইজার্স হায়দরাবাদ। গত বারের রানার্সরা প্রতি ম্যাচেই বেশি রান করার বাড়তি তাগিদ দেখায়। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট অরেঞ্জ আর্মি। লক্ষ্মীবারে ক্রিকেটের নন্দনকাননে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ হায়দরাবাদের। একদিকে নিজামের শহরের দলের মাথায় রয়েছে গত বারের ফাইনালে কেকেআরের কাছে হার। অপরদিকে এ মরসুমে কামিন্সরা চাইছেন জয়ের সারণিতে ফিরতে। এই পরিস্থিতিতে হায়দরাবাদের কাছে থাকছে আরও একটা টার্গেট। তা ৩০০ রানের। ইডেনেই কি হায়দরাবাদ টিমের হয়ে এই ট্রিপল সেঞ্চুরির ঝড় উঠবে?
গত মরসুমের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল হায়দরাবাদ। কড়া টক্কর দিলেও শেষমেশ কেকেআরের কাছে ফাইনালে হারতে হয় কামিন্সদের। কিন্তু রানের রেকর্ডের নিরিখে হায়দরাবাদকে কেউ ছুঁতেই পারছে না। দলগত সর্বাধিক রান যদি দেখা হয়, তা হলে নজরে পড়বে প্রথম তিন স্থানে হায়দরাবাদের নাম জ্বলজ্বল করছে। এ মরসুমে তারা কি পারবে ৩০০-র টার্গেট পূরণ করতে? কী বলছেন দলের ব্যাটিং থেকে ফিল্ডিং কোচ?
হায়দরাবাদের বোলিং কোচ ও মেন্টর মুথাইয়া মুরলীধরন তাঁদের প্রথম ম্যাচের পর বলেছিলেন, “ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয়। প্রেস ৩০০ রানের একটা টার্গেট সেট করে দিয়েছে। আমরা ইতিমধ্যেই ২৮৭ ও ২৮৬ রান করে ওদের দেওয়া টার্গেট-এর খুবই কাছে পৌঁছে গিয়েছে। আমরা কেউ জানি না কবে কী হবে।”
মুরলীধরনের পাশাপাশি এ বার কলকাতার বিরুদ্ধে ম্যাচের আগের দিন হায়দরাবাদের ফিল্ডিং কোচ রায়ান কুক বলেছেন, “আমাদের দল আগ্রাসী ব্যাটিং করতে তৈরি। কিন্তু আমরা কখনওই ৩০০ রান পূরণ করার কথা ভাবিনি। এটা বরাবরই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দল খুবই সংঘবদ্ধ। দলের খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে। কয়েকটা ম্যাচ হারা খুবই স্বাভাবিক। কখনও কখনও পরপর হারের মুখ দেখতে হতেও পারে। তবে তা নিয়ে ভেঙে পড়ার মতো কিছুই হয়নি।”
হায়দরাবাদের ফিল্ডিং কোচের কথা থেকে পরিষ্কার, জোড়া ম্যাচ হারলেও দলের প্লেয়াররা বিপুল চাপে নেই। বরং খেলায় মন দিতে চান। ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান।





