
কলকাতা: ইডেন গার্ডেন্সে শুক্র-সকাল থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) টেস্ট ম্যাচ। কলকাতায় ম্যাচ, আর সেখানে খেলবেন না মহম্মদ সামি (Mohammed Shami)। অনেক ক্রিকেটপ্রেমী তা মানতেই পারছেন না। ভারতীয় দলের অন্দরে সামির না থাকা নিয়ে কি কথা হচ্ছে? মোরাদাবাদ এক্সপ্রেসকে নিয়ে ইডেন টেস্টের আগে বেশ ভাল মতোই আলোচনা হয়েছে ভারতীয় দলে। অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) নিজে সেই কথা জানিয়েছেন।
রঞ্জি ট্রফিতে বিধ্বংসী বোলিংও করেন সামি। কিন্তু ফিটনেসের কারণে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। এনসিতে চোট সারিয়ে গ্রিন সিগন্যাল পাওয়ার পরও ভারতীয় টিমে সামির জন্য আর দরজা খোলেনি। যে কারণে, ক্রিকেটের নন্দনকাননে বাংলার হয়ে রঞ্জি খেলতে এসে নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের উদ্দেশ্যে বোমাও ফাটিয়েছিলেন সামি। তিনি থাকা মানে ভারতের বোলিং বিভাগ সত্যিই শক্তিশালী হওয়া। তাই তো মহম্মদ সামিকে মিস করছে ভারতীয় দল।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমন গিলের কথায় তেমনই ইঙ্গিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে জানিয়েই দিলেন ভারত অধিনায়ক। শহরে এসেছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল তাঁকে। এই ইডেনেই কয়েক দিন আগে রঞ্জি খেলতে এসে নির্বাচক কমিটি অজিত আগরকরের বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন মহম্মদ সামি।
ভারত অধিনায়ক সামি প্রসঙ্গে বললেন, “সামি ভাইকে মিস করছি। ও কতটা গুরুত্বপূর্ণ বোলার তা আমরা সবাই জানি। এই মুহূর্তে আকাশদীপ, সিরাজরা খুব ভাল পারফর্ম করছে। বুমরার মতো বোলার আছে দলে। এরপর নিউজিল্যান্ড সফরে খেলতে যেতে হবে আমাদের। পেস বোলাররা সেই সময় কাজে আসবে। সামি ভাইয়ের ব্যাপারে বাকি উত্তর নির্বাচকরা ভাল দিতে পারবে।”