WPL 2025, DC vs MI: তৃতীয় ফাইনাল, প্রথম ট্রফির খোঁজে দিল্লি ক্যাপিটালস
Delhi Capitals vs Mumbai Indians: এর আগে দু-বার ফাইনালে উঠলেও ট্রফি জিততে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে, মুম্বই ইন্ডিয়ান্স এই টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে দিল্লিকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার দিল্লির কাছে সুযোগ বদলা নিয়ে ট্রফি জেতার।

উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ। গত দু-বারের মতো এ বারও ফাইনালে জায়গা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় ব্রেবোর্ন স্টেডিয়ামে ট্রফির ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে দু-বার ফাইনালে উঠলেও ট্রফি জিততে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে, মুম্বই ইন্ডিয়ান্স এই টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে দিল্লিকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার দিল্লির কাছে সুযোগ বদলা নিয়ে ট্রফি জেতার।
এ বারের মরসুমে ধারাবাহিক ভালো খেলছে দিল্লি ক্যাপিটালস। আগের সংস্করণগুলিতেও দুর্দান্ত খেলেছে। সমস্যা অন্য জায়গায়। ট্রফির ম্যাচে স্নায়ুর চাপ সামলাতে ব্যর্থ হয়েছে দিল্লি ক্যাপিটালস। এ বার পয়েন্ট টেবলে শীর্ষে থেকে সরাসরি ফাইনালে উঠেছে তারা। অন্য দিকে, এলিমিনেটর ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, সেই ম্যাচে ২১৩ রান করেছিল হরমনপ্রীতের টিম। যা প্লে-অফের ম্যাচে সর্বাধিক স্কোর।
দিল্লি ক্যাপিটালস যতই শক্তিশালী হোক, ফাইনালে ফেভারিট হিসেবেই নামছে মুম্বই ইন্ডিয়ান্স। মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লির কাছে চ্যালেঞ্জ সকলকে ভুল প্রমাণ করা। মুম্বই ইন্ডিয়ান্সের দুই টপ অর্ডার ব্যাটার অলরাউন্ডারও। হেইলি ম্যাথিউজ এবং ন্যাট সিবার ব্রান্ট। অফস্পিনার অলরাউন্ডার হেইলি ম্যাথিউজ ১৭ উইকেট এবং ৩০৪ রান করেছে। অন্য দিকে, পেস বোলিং অলরাউন্ডার ন্যাট সিবার ৯ উইকেট নিয়েছেন এবং ৪৯৩ রান করেছেন! এলিমিনেটর ম্যাচে দু-জনেই ৭৭ রান করেছেন।
মেগ ল্যানিংয়ের টিমের শক্তিশালী বোলিং আক্রমণ। শিখা পান্ডে এবং জেস জোনাসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। জোনাসন শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও একইভাবে সহযোগিতা করছেন। কিন্তু ফাইনাল জিততে গেলে টিম হিসেবে ভালো খেলতে হবে। শুরুতে শেফালি ভার্মা বিধ্বংসী ইনিংস খেলতে পারলে দিল্লির একটা সুযোগ রয়েছে। মুম্বই স্নায়ুর চাপ সামলাতে বেশি পারদর্শী।
দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, রাত ৮টা থেকে স্পোর্টস ১৮ ও জিওহটস্টারে সম্প্রচার





