AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni-Fatima Sana: ধোনির মতো ‘ক্যাপ্টেন কুল’ হতে চান পাকিস্তানের ফাতিমা সানা

ICC Women’s ODI World Cup: বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। আর এই কঠিন সময়ে মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন কুল হতে চান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা। একটি সাক্ষাৎকারে আরও নানা বিষয়েই বলেছেন পাক ক্যাপ্টেন।

MS Dhoni-Fatima Sana: ধোনির মতো 'ক্যাপ্টেন কুল' হতে চান পাকিস্তানের ফাতিমা সানা
Image Credit: PTI FILE
| Updated on: Sep 03, 2025 | 7:53 PM
Share

ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। যদিও ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচটি হবে কলম্বোতে। ভারতের সঙ্গে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। নিরপেক্ষ ভেনু হিসেবে কলম্বোয় মুখোমুখি হবে দু-দল। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। আর এই কঠিন সময়ে মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন কুল হতে চান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা। একটি সাক্ষাৎকারে আরও নানা বিষয়েই বলেছেন পাক ক্যাপ্টেন।

এ মাসের শেষেই শুরু হতে চলেছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। পাকিস্তান সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কার ভেনুতে। কলম্বোয় ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপের মতো মঞ্চে নেতৃত্ব দেওয়া যে কতটা কঠিন, তা বুঝতে সমস্যা হচ্ছে না ফাতিমার। আর চাপের পরিস্থিতিতে তাঁর আদর্শ ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।

সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে ফাতিমা সানা বলেন, ‘বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেতৃত্ব দেওয়া মানে স্নায়ুর চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি নেতৃত্বের ক্ষেত্রে প্রেরণা নিই মহেন্দ্র সিং ধোনির থেকে।’ টি-টোয়েন্টি এবং ওয়ান ডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়ার একমাত্র ক্যাপ্টেন হিসেবে আইসিসির তিনটি বড় ট্রফি জিতেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

কিংবদন্তি ধোনির থেকে প্রেরণা প্রসঙ্গে পাকিস্তান ক্যাপ্টেন যোগ করেন, ‘ভারত এবং সিএসকে ক্যাপ্টেন হিসেবে ধোনির প্রচুর ম্যাচ দেখেছি। মাঠে প্রবল চাপের মুহূর্তেও তিনি যে ভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন, প্লেয়ারদের পাশে থাকেন, তা থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমি যখনই নেতৃত্ব পেয়েছিলাম, চেয়েছিলাম ধোনির মতো হব। তাঁর অনেক সাক্ষাৎকারও দেখেছি, সেখান থেকেও অনেক কিছু শিখেছি।’

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের পারফরম্যান্স এখনও অবধি হতাশারই কেটেছে। তবে ফাতিমা সানা মনে করছেন, এ বার পরিস্থিতি পরিবর্তন হবে। ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী ফাতিমা।