AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2026: এগিয়ে এল WPL, মেগা নিলামের মাঝেই টুর্নামেন্টের শুভারম্ভের দিনক্ষণ প্রকাশ্যে

Women's Premier League 2026: দেখতে দেখতে চারে পা দিতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। দিল্লিতে উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম চলার মাঝেই অফিসিয়ালি জানানো হল, আগামী বছর কবে শুরু টুর্নামেন্ট, কবে হবে ফাইনাল এবং কোন কোন স্টেডিয়ামে হবে ম্যাচ।

WPL 2026: এগিয়ে এল WPL, মেগা নিলামের মাঝেই টুর্নামেন্টের শুভারম্ভের দিনক্ষণ প্রকাশ্যে
এগিয়ে এল WPL, নিলামের মাঝেই শুভারম্ভের দিনক্ষণ প্রকাশ্যেImage Credit: WPL X
| Updated on: Nov 27, 2025 | 6:30 PM
Share

কলকাতা: দেখতে দেখতে চারে পা দিতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League)। একদিকে দিল্লিতে বসেছে ডব্লিউপিএলের মেগা নিলাম (WPL Mega Auction)। সেখানে ২৭৭ জন প্লেয়ারের ভাগ্যপরীক্ষা। যার মধ্যে রয়েছেন ১৯৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ৮৩ জন বিদেশি ক্রিকেটার। তারইমাঝে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণও এসেছে প্রকাশ্যে। কোথায় কোথায় হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ সেটিও জানানো হয়েছে অফিসিয়াল বিবৃতিতে।

কবে শুরু হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগ?

২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হবে ৯ জানুয়ারিতে।

২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল কবে হবে?

২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি।

কোথায় কোথায় হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ?

২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচগুলির জন্য দুটি ভেনু নির্বাচিত হয়েছে। সেগুলি হল – নভি মুম্বই ও বরোদা।

২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ কবে হবে?

নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ।

২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ কবে হবে?

বরোদার বিসিএ স্টেডিয়ামে হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল।

আগের থেকে এগিয়ে এসেছে উইমেন্স প্রিমিয়ার লিগ

এই টুর্নামেন্টের গত তিন মরসুমে জানুয়ারি মাসে কোনও ম্যাচ হয়নি। এ বার সেটাই হবে। ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ ছিল। সে বার ৪ মার্চ থেকে ২৬ মার্চ হয়েছিল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এরপর ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ। সেই মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর সর্বশেষ উইমেন্স প্রিমিয়ার লিগে (২০২৫ সালে) দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্ট হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ।